ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

দিনাজপুরে শিশুকে হত্যা করে মায়ের আত্মহত্যা ॥ স্বামী আটক

প্রকাশিত: ০৪:২৩, ৬ মার্চ ২০১৮

দিনাজপুরে শিশুকে হত্যা করে মায়ের আত্মহত্যা ॥ স্বামী আটক

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ বিরামপুর উপজেলা পল্লীতে স্বামীর নির্যাতনে অতিষ্ঠ হয়ে ৯ বছর বয়সের শিশুকন্যা নাসরিন আক্তারকে হত্যা করে আত্মহত্যা করেছে সাঁওতাল আদিবাসী থেকে ধর্মান্তরিত হওয়া সুমী আক্তার লতিফা (৩৫) নামে একজন গৃহবধূ। রবিবার রাতে উপজেলার পলি খিয়ার মাহমুদপুর গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর স্বামী তোফাজ্জল হোসেন পালিয়ে গেলেও পরে পুলিশ তাকে আটক করেছে। শিশুকন্যা নাসরিন আক্তার খিয়ার মাহমুদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্রী। এলাকাবাসী জানান, তোফাজ্জল হোসেন একজন কর্মহীন মানুষ। তার আরও একজন স্ত্রী রয়েছে। ১৩ বছর আগে লতিফা আক্তার ধর্মান্তরিত হয়ে তোফাজ্জলকে বিয়ে করেন। এরপর থেকেই বিভিন্ন বিষয় নিয়ে স্বামী ও স্ত্রীদের মধ্যে পারিবারিক কলহ লেগে। রবিবার বিকেলে স্ত্রী সুমী আক্তার লতিফাকে মারধর করে বাড়ি থেকে বেরিয়ে যায় স্বামী তোফাজ্জল হোসেন। এরপর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তার শয়নকক্ষে সুমী আক্তারের ঝুলন্ত লাশ এবং শিশুকন্যা নাসরিন আক্তারের মৃতদেহ ঘরের মধ্যে পড়ে থাকতে দেখে এলাকাবাসী। ২নং কাটলা ইউপি চেয়ারম্যান নাজির হোসেন জানান, শিশুটির লাশের মুখে বিষের গন্ধ ছিল। সে থেকেই ধারণা করা হচ্ছে, শিশু কন্যাকে বিষ খাইয়ে হত্যা করে মা ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। বিষয়টি থানা পুলিশকে অবহিত করা হলে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাতেই দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। নান্দাইলে জমি নিয়ে বিরোধে সংঘর্ষ ॥ আহত ৭ সংবাদদাতা, নান্দাইল, ময়মনসিংহ, ৫ মার্চ ॥ উপজেলার আচারগাঁও ইউনিয়নে জমি নিয়ে বিরোধে সোমবার দুই ভাইয়ের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দু’পক্ষের ৭জন গুরুতর আহত হয়েছে। আহতদের স্থানীয় এলাকাবাসী নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। জানা যায়, ধরাগাঁও বিলপাড়া এলাকার জনৈক সাহেদ আলীর পুত্র জসিম উদ্দিন ও তার ভাই মোঃ হাসিম উদ্দিনের সঙ্গে দীর্ঘদিন ধরে জমিসংক্রান্ত বিরোধ চলে আসছিল। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে দুই ভাইয়ের মধ্যে কাটাকাটির শুরু হলে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় জসিম উদ্দিন, তার পুত্র রাজন মিয়া, স্ত্রী, কন্যা সাবিনা আক্তার অপর দিকে তার ভাই হাসিম উদ্দিন, তার স্ত্রী রোকেয়া বেগম ও কন্যা আহত হয়।
×