ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নারী ক্রুর সঙ্গে অসদাচরণ

মালিন্দো এয়ারের এক যাত্রীকে পুলিশে সোপর্দ

প্রকাশিত: ০৭:৫৭, ৫ মার্চ ২০১৮

মালিন্দো এয়ারের এক যাত্রীকে পুলিশে সোপর্দ

স্টাফ রিপোর্টার ॥ অতিরিক্ত মদ খেয়ে মাতলামি করার দায়ে মালিন্দো এয়ারের এক যাত্রীকে পাঠানো হয়েছে হাজতে। মালিন্দো এয়ারওয়েজের ৩ ঘণ্টা ৫০ মিনিটের ওই ফ্লাইটে এক নারী ক্রুর সঙ্গে অস্বাভাবিক আচরণের অভিযোগ তোলা হয়েছে দিদার আলী মাহমুদ নামের ওই যাত্রীর বিরুদ্ধে। ঘটনাটি শনিবার রাতে মালিন্দো এয়ারওয়েজের ফ্লাইট নম্বর ওডি-১৬২-এর ভেতর ঘটে। কুয়ালালামপুর থেকে স্থানীয় সময় ১০টায় রওনা হয়ে ১১টা ৫০ মিনিটে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামে ফ্লাইটটি। শাহজালালে নেমে দিদার আলী মাহমুদ (১৯) নামের ওই যাত্রীকে আর্মড পুলিশ ব্যাটালিয়নের হাতে সোপর্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাকে বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়। থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক সাঈদ জানান, দিদার আলী মাহমুদ উত্তরার ১১ নম্বর সেক্টরের বাসিন্দা। তিনি ঢাকার একটি বেসরকারী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। রাতে ফ্লাইটে ওঠার পর দিদার মদ্যপান করে একজন নারী এয়ার ক্রু’র সঙ্গে অসাধু, হিংস্র ও অশ্লীল আচরণ করেন। বিমানটি বোর্ডিং ব্রিজে অবস্থান করলে তাকে প্রথমে এপিবিএন এবং পরে বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়। প্রত্যক্ষদর্শী ওই ফ্লাইটের একজন চীনা যাত্রী জানান, বাংলাদেশের একটি বেসরকারী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আমাদের সামনে নারী ক্রু’র সঙ্গে চিৎকার-চেঁচামেচি, অসদাচরণ ও অশ্লীল কথাবার্তা বলছিলেন। আমিসহ ফ্লাইটের যাত্রীরা এতে খুব বিরক্ত হই এবং ভয় পেয়ে যাই। বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আযম মিয়া বলেন, তাকে (ওই যাত্রীকে) প্রসিকিউশন দিয়ে ভ্রাম্যমাণ আদালতে পাঠানো হয়। আদালত তাকে মানসিক ভারসাম্যহীন উল্লেখ করে হাসপাতালে পাঠায়।
×