ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নড়িয়ায় চেয়ারম্যানের ওপর সন্ত্রাসী হামলা ॥ গাড়ি ও অফিস ভাংচুর

প্রকাশিত: ০৬:১৯, ৫ মার্চ ২০১৮

 নড়িয়ায় চেয়ারম্যানের ওপর সন্ত্রাসী হামলা ॥ গাড়ি ও অফিস  ভাংচুর

নিজস্ব সংবাদদাতা, শরীয়তপুর, ৪ মার্চ ॥ রবিবার নড়িয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগ নেতা একেএম ইসমাইল হকের ওপর সন্ত্রাসী হামলা ও ককটেল নিক্ষেপ করা হয়েছে। হামলাকারীরা ইসমাইল হকের ব্যবহৃত নড়িয়া উপজেলা পরিষদের সরকারী গাড়ি ও উপজেলা পরিষদের অফিস ভাংচুর করেছে। এ ঘটনায় আহত হয়েছে ৭ জন। একেএম ইসমাইল হক সাবেক আইজিপি একেএম শহীদুল হকের ছোট ভাই। রাজনৈতিক কোন্দলের জের ধরে এ হামলার ঘটনা ঘটেছে। রবিবার বেলা সাড়ে ১১টার দিকে ভোজেশ্বরের নিজ বাড়ি থেকে উপজেলা পরিষদে যাওয়ার পথে মাজেদা হাসপাতালের সামনে তার ওপর এ হামলার ঘটনা ঘটে। তবে শরীয়তপুরের পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুনের তাৎক্ষণিক হস্তক্ষেপে বড় ধরনের রক্তক্ষয়ী সংঘর্ষ এড়ানো সম্ভব হয়েছে। হামলার ঘটনার পর নড়িয়ায় আওয়ামী লীগের বিবদমান দুটি গ্রুপ জড়ো হতে শুরু করলে পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন নড়িয়া উপজেলায় ছুটে যান এবং পুলিশ মোতায়েন করেন। নড়িয়া থানা ও স্থানীয় সূত্র জানায়, নড়িয়া উপজেলা পরিষদের নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগের একটি পক্ষের সঙ্গে চেয়ারম্যান ইসমাইল হকের বিরোধ শুরু হয়। এ সময় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ওপর মামলা হামলা দেয়ার অভিযোগ রয়েছে ইসমাইল হকের বিরুদ্ধে। রবিবার সকাল সাড়ে ১১টার দিকে ইসমাইল হক তার ভোজেশ^রের বাড়ি থেকে নড়িয়া উপজেলা পরিষদে যায়।
×