ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নারায়ণগঞ্জে খাবার পানির সঙ্কট ॥ প্রতিবাদে বিক্ষোভ

প্রকাশিত: ০৬:১৪, ৫ মার্চ ২০১৮

নারায়ণগঞ্জে খাবার পানির সঙ্কট ॥ প্রতিবাদে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ নারায়ণগঞ্জ বন্দরের নবীগঞ্জে খাবার পানি সংকটের প্রতিবাদে শত শত নারী-পুরুষ ও শিশুরা মানববন্ধন পালন করা হয়েছে। রবিবার দুপুরে নবীগঞ্জ ওয়াসার পাম্প হাউজের সামনে এ মানববন্ধন পালন করে। এলাকাবাসীরা অভিযোগ করেন, দীর্ঘ ৭ মাস ধরে ওয়াসার নবীগঞ্জ পাম্প হাউজের পাম্প বিকল হয়ে যাওয়ায় নবীগঞ্জ এলাকায় খাবার পানি সরবরাহ বন্ধ রয়েছে। পানির জন্য নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২৪ নং ওয়ার্ডের নবীগঞ্জ এলাকার হাজার হাজার মানুষ পানির সংকটে ভুগছে। তারা মাসের পর মাস এক কলস পানির জন্য হাহাকার করছে। এলাকাবাসী পানির জন্য বিভিন্ন দফতরে ধর্ণা দিয়ে কোন প্রতিকার না পেয়ে রবিবার তারা রাস্তায় নেমে মানববন্ধন করতে বাধ্য হয়েছে। নবীগঞ্জ এলাকার বাসিন্দা ফয়সাল আহমেদের নেতৃত্বে কয়েকশ নারী, পুরুষ ও শিশুরা কলসসহ নানা ধরনের পানির পাত্র হাতে ও কাঁধে নিয়ে এ মানববন্ধনে যোগ দেয়। মানববন্ধনে বক্তারা বলেন, নবীগঞ্জে ওয়াসার পাম্প হাউসটি ৭ মাসেও মেরামত করতে পারেনি ওয়াসা কর্তৃপক্ষ। এদিকে দিন দিন পানি না পেয়ে এলাকাবাসী চরম দুর্ভোগ পোহাচ্ছে। এ অবস্থা আর চলতে দেয়া যায় না। আগামী ৭ দিনের মধ্যে ওয়াসা কর্তৃপক্ষ নবীগঞ্জে পানি সরবরাহ না করলে নবীগঞ্জবাসী ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধসহ ওয়াসা কার্যালয় ঘেরাও করবে। বক্তারা এ সমস্য দ্রুত সমাধানের জন্য স্থানীয় এমপি ও নাসিক মেয়রের হস্তক্ষেপ কামনা করেছেন। মানববন্ধনে বক্তব্য রাখেন- আয়োজক ফয়সাল আহমেদ, মনির হোসেন, হাজী সামাদ, হাবিবুর রহমান বাবুল, কামাল, মাহবুব, রাজু আহাম্মেদ সুজন, লাভলু, পাপ্পু, রহমত উল্লাহ প্রমুখ।
×