ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সাতক্ষীরায় ৩০ ভরি সোনার গহনাসহ দুই নারী আটক

প্রকাশিত: ০৬:১৩, ৫ মার্চ ২০১৮

সাতক্ষীরায় ৩০ ভরি  সোনার গহনাসহ  দুই নারী  আটক

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ ভারতে পাচারকালে ৩০ ভরি সোনার গহনাসহ দুই নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। রবিবার সকালে কলারোয়া উপজেলার কাকডাঙ্গা সীমান্তে সোনা চোরাকারবারি জহুরুলের বাড়ি থেকে গয়নাগুলো জব্দ করা হয়। আটক দুই নারী উপজেলার কাকডাঙ্গা গ্রামের স্বর্ণ চোরাকারবারি জহরুল ইসলামের স্ত্রী সাজেদা খাতুন (৪০) ও মেয়ে সুমি খাতুন (১৮)। কাকডাঙ্গা বিজিবি জানান, কাকডাঙ্গা সীমান্তের ওই বাড়ি ঘেরাও করলে চোরাকারবারি জহুরুল স্ত্রী ও মেয়ের সহযোগিতায় পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা ওই বাড়িতে তল্লাশি চালিয়ে ৩০ ভরি এক আনা সোনার গহনাসহ ওই দুই নারীকে আটক করে।
×