ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

স্বাধীনতা দিবসে তিন বিশ্বরেকর্ড গড়ার উদ্যোগ ইয়ামাহার

প্রকাশিত: ০৫:৩০, ৫ মার্চ ২০১৮

স্বাধীনতা দিবসে তিন বিশ্বরেকর্ড গড়ার উদ্যোগ ইয়ামাহার

২৬ মার্চ, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে এই স্বাধীনতা, এই দিনে জাতি স্মরণ করছে বীর শহীদদের। স্বাধীনতা দিবস তাই বাংলাদেশের মানুষের কাছে মুক্তির প্রতিজ্ঞায় উদ্দীপ্ত হওয়ার ইতিহাস। আর এই দিনেই আমরা আবারও উদ্দীপ্ত হতে চাই নিরাপদ সড়ক নিশ্চিত করার অঙ্গীকার নিয়ে। এই সতর্কতা ও ট্রাফিক আইন মেনে চলার অঙ্গীকার নিয়েই আগামী ২৬ মার্চ ২০১৮, বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি-এক্সপো জোন প্রাঙ্গণে ‘স্বাধীনতার শপথ’ অনুষ্ঠানে রাস্তায় নিরাপদে নিজ নিজ বাহন চালানোর ‘শপথ’ গ্রহণ করতে যাচ্ছে সহস্র বাইকার। উক্ত অনুষ্ঠানে টাইটেল স্পন্সর হিসেবে সঙ্গে থাকবে বিখ্যাত মোটরসাইকেল ব্রান্ড ইয়ামাহা। সম্প্রতি রাজধানীর এসিআই সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আয়োজকরা এই উৎসবের মূল কথা এবং উদ্দেশ্য তুলে ধরেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব সুব্রত রঞ্জন দাস, এক্সিকিউটিভ ডিরেক্টর, এসিআই মোটরস এবং প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তাবৃন্দ। -বিজ্ঞপ্তি
×