ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

অবহেলা বা অসতর্কতায় নবজাতকের মৃত্যু মানবাধিকারের চরম লঙ্ঘন ॥ চুমকি

প্রকাশিত: ০৫:২৯, ৫ মার্চ ২০১৮

অবহেলা বা অসতর্কতায় নবজাতকের মৃত্যু মানবাধিকারের চরম লঙ্ঘন ॥ চুমকি

স্টাফ রিপোর্টার ॥ মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি (এমপি) বলেছেন, ‘ডাক্তারের অবহেলার কারণে নবজাতকের মৃত্যুর ঘটনা প্রায়ই সংবাদের শিরোনাম হয়। অবহেলা বা সতর্কতার অভাবে কোন নবজাতকের মৃত্যু হলে তা মানবাধিকারের চরম লঙ্ঘন। যে নবজাতকের মৃত্যুরোধ করা সম্ভব কিন্তু তা করা হয় নাই, এটাও এক ধরনের সহিংসতা। নবজাতকরা অতিমাত্রায় নাজুক তাই নবজাতকের বিষয়ে সতর্ক থাকতে হবে।’ রবিবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ নিওনেটোল ফোরাম আয়োজিত ৫ম আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। বিএনএফ-এর সভাপতি অধ্যাপক ডাঃ সুফিয়া খাতুনের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনএফ-এর মহাসচিব অধ্যাপক ডাঃ এম এ মান্নান, বিশেষ অতিথি অধ্যাপক ডাঃ মোহাম্মদ সহিদুল্লা, অধ্যাপক ডাঃ নাজমুন নাহার এবং অধ্যাপক ডাঃ এমকিউকে তালুকদার, মোঃ আবিদ হোসেইন মোল্লা প্রমুখ।
×