ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

গাইবান্ধায় ৪ পুলিশ হত্যা মামলায় চার্জ গঠন

প্রকাশিত: ০৫:২৭, ৫ মার্চ ২০১৮

গাইবান্ধায় ৪ পুলিশ হত্যা মামলায় চার্জ গঠন

নিজস্ব সংবাদদাতা, ৪ মার্চ, গাইবান্ধা ॥ মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুদন্ডে রায়কে কেন্দ্র করে জামায়াত-শিবিরের ব্যাপক তা-বে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গায় ৪ পুলিশ হত্যা মামলার চার্জ গঠন করা হয়েছে। রবিবার দুপুরে গাইবান্ধা জেলা জজ কোর্টের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ আলী আহম্মেদের আদালতে এই চার্জ গঠন করা হয়। আদালতের সরকারী কৌঁসুলি (পিপি) মোঃ শফিকুল ইসলাম শফিক জানান, মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদন্ডপ্রাপ্ত মাওলানা আব্দুল আজিজ ওরফে ঘোড়ামারা আজিজকে ১ নম্বর আসামি করে ২৩১ জনের নামে আদালতে চার্জ গঠন করা হয়। এ সময় আদালতে ২২৫ আসামি উপস্থিত ছিলেন। উল্লেখ্য, দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুদন্ডের রায়কে কেন্দ্র করে ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি সুন্দরগঞ্জের বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্র ও রেলওয়ে স্টেশনে হামলা করে জামায়াত-শিবির কর্মীরা ৪ পুলিশ সদস্যকে হত্যা করে।
×