ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে লিসা কার্টিস

রোহিঙ্গাদের নিরাপদে ফেরত পাঠাতে একসঙ্গে কাজ করছে ঢাকা-ওয়াশিংটন

প্রকাশিত: ০৫:২৫, ৫ মার্চ ২০১৮

 রোহিঙ্গাদের নিরাপদে ফেরত পাঠাতে একসঙ্গে কাজ করছে ঢাকা-ওয়াশিংটন

কূটনৈতিক রিপোর্টার ॥ বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের নিরাপদে নিজ বাসভূমি রাখাইনে ফেরত পাঠাতে ঢাকা ও ওয়াশিংটন একসঙ্গে কাজ করছে বলে জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপসহকারী ও হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক জ্যেষ্ঠ পরিচালক লিসা কার্টিস। রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি একথা জানান। লিসা কার্টিস বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র চায় রোহিঙ্গারা নিরাপদে ও সম্মানের সঙ্গে নিজ দেশে ফিরে যাক। রোহিঙ্গা সংকট মিয়ানমার সৃষ্টি করেছে, তাদেরকেই এর সমাধান বের করতে হবে। মার্কিন যুক্তরাষ্ট্র, বাংলাদেশ ও মিয়ানমারের সঙ্গে আলোচনা করে একটি সঠিক সমাধান খুঁজে বের করার কাজ করে চলেছে বলেও জানান সফরত কার্টিস। পররাষ্ট্র মন্ত্রীর সঙ্গে বৈঠকের সময় ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটও উপস্থিত ছিলেন। লিসা কার্টিস শুক্রবার তিন দিনের সফরে বাংলাদেশে আসেন। শুক্রবার ঢাকায় আসার পরেই হোয়াইট হাউজের অন্যতম শীর্ষ কর্মকর্তা লিসা কার্টিস রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করতে কক্সবাজার যান। লিসা কার্টিস শনিবার রাতে কক্সবাজার থেকে ঢাকায় ফিরে পররাষ্ট্র সচিব এম শহীদুল হকের সঙ্গে বৈঠক করেন। রবিবার পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে তিনি বৈঠক করেন। বাংলাদেশ সফরে লিসা কার্টিসের আলোচনায় রাজনৈতিক ও আঞ্চলিক নিরাপত্তা বিষয়গুলো প্রাধান্য পায়। এই অঞ্চলের নিরাপত্তায় বাংলাদেশ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে বর্তমান সরকারের নীতি নির্ধারকদের সঙ্গে আলোচনা করেন লিসা। তিনি রোহিঙ্গা সংকট, ইন্দো-প্যাসিফিক কৌশল, সন্ত্রাসবাদ, সাইবার নিরাপত্তা সহযোগিতাসহ বাংলাদেশের গণতন্ত্র, মানবাধিকার ও শ্রমিক নিরাপত্তার বিষয়গুলোর ওপর জোর দিয়েছেন। গত বছরের জানুয়ারিতে ট্রাম্প প্রশাসনের শপথ নেয়ার পর যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় উচ্চপর্যায়ের এটিই প্রথম সফর। মার্কিন প্রশাসনের প্রভাবশালী এই কর্মকর্তার সঙ্গে ঢাকার বিভিন্ন পক্ষের বৈঠকে সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধের বিষয়েও আলোচনা হয়েছে। বিশেষ করে গত বছরের পহেলা জুলাই হোলি আর্টিজানে সন্ত্রাসী হামলার পর এ বিষয়ে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা জোরদারে বিশেষ আগ্রহী হয়ে ওঠে দেশটি। দক্ষিণ এশিয়ার ভৌগোলিক কৌশলগত কারণে বাংলাদেশকে বিশেষ গুরুত্ব দিয়ে থাকে যুক্তরাষ্ট্র। গত বছর জুনে পররাষ্ট্র সচিব শহীদুল হক যুক্তরাষ্ট্র সফর করেছেন। সে সময় তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনীতিবিষয়ক আন্ডার সেক্রেটারি টমাস শ্যাননের সঙ্গে সাক্ষাত করেন। তারা সেখানে উন্নয়ন সহযোগিতা, বাণিজ্য ও বিনিয়োগ, সন্ত্রাস ও সহিংসতা দমন এবং পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বৈশ্বিক ইস্যুতে আলোচনা করেন। পরে লিসা কার্টিসের সঙ্গেও সাক্ষাত করেন পররাষ্ট্র সচিব শহীদুল হক। তখনই লিসা কার্টিসকে বাংলাদেশ সফরে আমন্ত্রণ জানান। সে অনুযায়ী লিসা কার্টিস বাংলাদেশে আসেন। মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের নীতিনির্ধারণী পর্যায়ে লিসা কার্টিস একমাত্র পররাষ্ট্র নীতি বিশ্লেষক, বাংলাদেশ নিয়ে যার পেশাগত গবেষণার অভিজ্ঞতা রয়েছে। লিসা কার্টিস যুক্তরাষ্ট্রের কনজারভেটিভ থিংক ট্যাংক হেরিটেজ ফাউন্ডেশনের এশিয়াবিষয়ক প্রোগ্রামের পরিচালক ও সিনিয়র রিসার্চ ফেলো হিসেবে দীর্ঘ ১৬ বছর দক্ষিণ এশিয়া গবেষণার অংশ হিসেবে বাংলাদেশ নিয়ে কাজ করেছেন। রবিবার তিন দিন সফর শেষে লিসা কার্টিস ঢাকা ত্যাগ করেন।
×