ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

খালেদা জিয়ার মুক্তির দাবিতে ৬ মার্চ মানববন্ধন, ৮ মার্চ অবস্থান কর্মসূচী বিএনপির

প্রকাশিত: ০৫:০৮, ৫ মার্চ ২০১৮

খালেদা জিয়ার মুক্তির  দাবিতে ৬ মার্চ  মানববন্ধন, ৮ মার্চ  অবস্থান কর্মসূচী  বিএনপির

স্টাফ রিপোর্টার ॥ খালেদা জিয়ার মুক্তির দাবিতে সারাদেশে ৬ মার্চ মানববন্ধন ও ৮ মার্চ অবস্থান কর্মসূচী পালন করবে বিএনপি। রবিবার দুপুরে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচী ঘোষণা করেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ঢাকায় কোথায় এসব কর্মসূচী পালন করা হবে তা পরে জানিয়ে দেয়া হবে। রিজভী বলেন, কারাবন্দী বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তির দাবিতে ৬ মার্চ মঙ্গলবার ঢাকাসহ সারাদেশে বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মানববন্ধন ও ৮ মার্চ বৃহস্পতিবার একই সময়ে অবস্থান কর্মসূচী পালন করা হবে। তিনি বলেন, খালেদা জিয়াকে ছাড়া দেশে কোন নির্বাচন হতে দেয়া হবে না। আওয়ামী লীগের এককভাবে ভোট করে ক্ষমতা দখলের স্বপ্ন এ দেশের মানুষ কখনও পূরণ হতে দেবে না। জনগণ খালেদা জিয়াকে মুক্ত করে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি আদায় করবে। রিজভী অভিযোগ করেন, বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালকে কাশিমপুরের হাই সিকিউরিটি কারাগারের সঙ্কীর্ণ একটি নির্জন কক্ষে বন্দী রাখা হয়েছে, যার ছাদ মেঝে থেকে মাত্র তিন ফুট উঁচুতে। আলালের কক্ষের নিচতলায় ফাঁসির আসামিরা থাকে। তিনি দোতলায় যেখানে আছেন সেটাও ফাঁসির আসামিদের জন্য। পুরো দোতলায় তিনি ছাড়া আর কেউ নেই। হাড়হিম করা ভুতুড়ে পরিবেশ যেখানে না আছে পানি, না আছে বিদ্যুত। ভয় দেখাতে এবং মানসিক নির্যাতনের জন্য তাকে সেখানে রাখা হয়েছে। রিজভী বলেন, শেখ হাসিনার সরকারের আমলে বিরোধী রাজনীতিবিদরা এভাবে নিষ্ঠুর আচরণের শিকার হচ্ছেন কারাগারের বাইরে, ভেতরে সর্বত্র। অথচ ওই কারাগারে ব্যাংকের টাকা লুটপাটকারী জিএম-এমজিএমদের জামাই আদরে রাখা হয়েছে। তিনি বলেন, বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন ও ছাত্রদল সভাপতি রাজীব আহসানকে বার বার রিমান্ডে নিয়ে মানসিকভাবে নির্যাতন করা হচ্ছে। অবিলম্বে তাদের সবার মুক্তির দাবি করছি। সরকারকে সঠিক পথে আসতে হবে- খসরু ॥ দেশের মঙ্গল চাইলে সরকারকে ফ্যাসিবাদী মনোভাব থেকে সরে এসে সময় থাকতে সঠিক পথে আসতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। রবিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বিএনপি নেতাদের মুক্তির দাবিতে ‘নাগরিক অধিকার আন্দোলন ফোরাম’ নামক একটি সংগঠন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। খসরু বলেন, যখনই কোন বিদেশী প্রতিনিধি দল এদেশে আসেন তখনই তারা ভদ্র ভাষায় বলে যান একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন দেখতে চায়। একই সঙ্গে বিরোধী রাজনৈতিক দলগুলোকে গণতান্ত্রিক স্পেস দেয়া এবং তাদের সাংবিধানিক অধিকারগুলো করতে দেয়ার ওপরও গুরুত্বারোপ করে যান। তাই সরকারকে বলব তাদের কথাগুলো মেনে চলেন। সঠিক পথে আসুন। গণতন্ত্রের পথে আসুন। এখনও সময় আছে সবাইকে নিয়ে গণতন্ত্রের পথে চলতে কাজ করুন। খসরু বলেন, খালেদা জিয়ার মামলাটি একটি রাজনৈতিক বিষয়। তাকে কারাগারে নেয়াও হয়েছে রাজনৈতিক বিবেচনায়। সরকার জনগণ থেকে এতটা বিচ্ছিন্ন হয়ে গেছে যে, তারা বুঝতে পারছে না যে, মানুষ তাদের কথা বিশ্বাস করছে না। তিনি বলেন, সরকার যতই বলুক এটা আদালতের বিষয় কিন্তু খালেদা জিয়ার কারাগারে যাওয়ার সঙ্গে মানুষের বাক স্বাধীনতা, ভোটাধিকার, আইনের শাসন, নাগরিক নিরাপত্তা ও গণতান্ত্রিক অধিকার-এগুলো সম্পৃক্ত। আয়োজক সংগঠনের উপদেষ্টা নাসির উদ্দিন হাজারীর সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট আহমেদ আজম খান, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমত উল্লাহ প্রমুখ।
×