ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ত্রিপুরার সম্ভাব্য মুখ্যমন্ত্রী কচুয়ার বিপ্লব দেব

প্রকাশিত: ০৫:০৫, ৫ মার্চ ২০১৮

ত্রিপুরার সম্ভাব্য  মুখ্যমন্ত্রী কচুয়ার  বিপ্লব দেব

নিজস্ব সংবাদদাতা, কচুয়া, চাঁদপুর, ৪ মার্চ ॥ কচুয়া উপজেলার সন্তান বিপ্লব কুমার দেব ভারতের ত্রিপুরা রাজ্যের পরবর্তী সম্ভাব্য মুখ্যমন্ত্রী। উপজেলার পূর্ব সহদেবপুর ইউনিয়নের মেঘদাইর গ্রামের হিরুধন দেব ও মিনা রানী দেবের একমাত্র ছেলে বিপ্লব কুমার দেব। মুক্তিযুদ্ধের সময় তার মা-বাবা দেশত্যাগ করে ত্রিপুরা গিয়ে সেখানে স্থায়ীভাবে বসবাস করেন। বিপ্লব কুমার দেবের বেশির ভাগ আত্মীয়স্বজন এখনও কচুয়ায় বসবাস করছেন। তার চাচা প্রাণধন দেব কচুয়া উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের সভাপতি ও উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক। ১৮ ফেব্রুয়ারি ত্রিপুরা রাজ্যের বিধানসভা নির্বাচনে ত্রিপুরার বনমালিপুর আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন বিপ্লব কুমার দেব। সেই নির্বাচনে বিপ্লব কুমার দেবের নেতৃত্বে বিজেপি ৬০টি আসনের মধ্যে ৪৩টি আসনে জয়লাভ করে। বিপ্লব কুমার দেব নিজেও একটি আসনে বিশাল ভোটে জয়লাভ করেন। শনিবার ত্রিপুরাসহ তিন রাজ্যের বিধানসভার নির্বাচনের ফলাফল ঘোষণা হয়। এরপরই ভারতীয় বিভিন্ন গণমাধ্যমে বিপ্লব কুমার দেবকে ত্রিপুরার সম্ভাব্য মুখ্যমন্ত্রী হওয়ার সংবাদটি আলোচনায় উঠে আসে। বিপ্লব কুমার দেবের অভাবনীয় জয়ের সংবাদে রবিবার কচুয়া উপজেলার প্রত্যন্ত অঞ্চলে তার আত্মীয়স্বজন ও হিতাকাক্সক্ষীদের মিষ্টি বিতরণ করতে দেখা গেছে। তাছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও টুইটারে তাকে নিয়ে ব্যাপক আলোচনা চলছে।
×