ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

উগ্র জঙ্গীবাদী শক্তি দুর্বল হলেও নিষ্ক্রিয় হয়নি ॥ কাদের

প্রকাশিত: ০৫:০৪, ৫ মার্চ ২০১৮

 উগ্র জঙ্গীবাদী শক্তি দুর্বল হলেও নিষ্ক্রিয় হয়নি ॥  কাদের

বিশেষ প্রতিনিধি ॥ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, উগ্র সাম্প্রদায়িক জঙ্গীবাদী শক্তি দুর্বল হলেও নিস্ক্রিয় হয়নি। তারা আন্ডারগ্রাউন্ডে সক্রিয় রয়েছে এবং মাঝে মাঝে এরা হিংস্র থাবার বিস্তার করছে। অধ্যাপক মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলার মাধ্যমে জঙ্গীবাদী শক্তি হয়ত জানিয়ে দিচ্ছে তারা আরও বড় ধরনের ভয়াবহ হামলার প্রস্তুতি নিচ্ছে। আগামী ৭ মার্চ ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের জনসভা সফল করতে প্রচারের অংশ হিসেবে রবিবার মহানগর দক্ষিণ আওয়ামী লীগের পক্ষ থেকে গুলিস্তানে লিফলেট বিতরণকালে সাংবাদিকদের তিনি আরও বলেন, জাফর ইকবালের ওপর হামলার ঘটনাটি একটি চক্রান্ত। চক্রান্ত তাদের, যাদের বিএনপি পৃষ্ঠপোষকতা দিচ্ছে। এই হামলার নেপথ্যে যারা আছে, তাদেরও খুঁজে বের করা হচ্ছে। আক্রমণকারী যা স্বীকার করেছে, সেই আলোকে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদে নেপথ্যের কালপ্রিটরাও বেরিয়ে আসবে। এ বিষয়ে সরকার কোন ছাড় দেবে না। ওবায়দুল কাদের বলেন, দেশকে অস্থিতিশীল করার অশুভ ইঙ্গিত হিসেবে ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলা চালানো হয়েছে। সাম্প্রদায়িক শক্তি দেশে জঙ্গী তৎপরতা চালাচ্ছে। উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী তাঁর (মুহাম্মদ জাফর ইকবাল) ওপর হামলা চালিয়েছে। কে ঘটনা ঘটিয়েছে, কারা কারা হামলাকারীকে দিয়ে ঘটনা ঘটিয়েছে বিষয়টি ইতোমধ্যে পরিষ্কার। এই বিষয় নিয়ে একথা-সেকথা বলে বিভ্রান্তি যারা সৃষ্টি করে, তারা আজকে দেশের স্বার্থের পক্ষে কাজ করছে না। সেতুমন্ত্রী বলেন, অধ্যাপক জাফর ইকবাল সবকিছুতে মুক্তিযুদ্ধকে ধারণ করেন। তিনি মুক্তিযুদ্ধের অবিচল সৈনিক। হামলাকারী ধরা পড়েছে, কিন্তু এটাই হচ্ছে উদ্বেগের বিষয়। হামলাকারীর স্বীকারোক্তি শুনে আমরা বিস্মিত হয়েছি। হামলাকারীর স্বীকারোক্তিতে যেটা আছে, হামলাকারী যাদের প্রতিনিধিত্ব করেন, তিনি নিজেই বলেছেন, জাফর ইকবাল ইসলামবিরোধী। কিন্তু জনপ্রিয় লেখক জাফর ইকবাল ইসলামবিরোধী কোন ভূমিকা রেখেছেন বলে আমার জানা নেই। এমনকি দেশের কেউই এমন জানেন বলে আমার মনে হয় না। জাফর ইকবালের ওপর হামলা মুক্তবুদ্ধির চর্চা ও মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক চেতনার ওপর আঘাত হিসেবে আখ্যায়িত করে ওবায়দুল কাদের আরও বলেন, এ হামলার সঙ্গে জড়িত নেপথ্য ব্যক্তিদেরও আইনের আওতায় আনতে হবে। এ ক্ষেত্রে গাফলতির কোন সুযোগ নেই। স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। এই হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে হবে। শুধু হামলাকারী ধরা পড়েছে, তা-ই না, এর নেপথ্যে একটি অশুভ শক্তি আছে। তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনার বিষয়ে যেন কোন প্রকার গাফিলতির সুযোগ না থাকে এ বিষয়েও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তাঁর কথা হয়েছে। আওয়ামী লীগ চতুর্থবারের মতো ক্ষমতায় আসছে- মেয়র খোকন ॥ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র মুহাম্মদ সাঈদ খোকন দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেছেন, আওয়ামী লীগ চতুর্থবারের মতো রাষ্ট্রক্ষমতায় আসছে। আগামী নির্বাচনে আওয়ামী লীগ দুই-তৃতীয়াংশ আসনে জয়লাভ করে সরকার গঠন করবে। রবিবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের মিনি অডিটরিয়ামে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি আয়োজিত যৌথ সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এমন আশাবাদ ব্যক্ত করেন। ৭ মার্চ ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগ আয়োজিত জনসভাকে সফল করতেই এই যৌথ সভার আয়োজন করা হয়। ঢাকা সড়ক পমালিক-শ্রমিক ঐক্য পদের আহ্বায়ক খন্দকার এনায়েত উল্যাহর সভাপত্বে সভায় বক্তব্য রাখেন ঢাকা মহানগর আওয়ামী লীগ (দক্ষিণ) সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, কাউন্সিলর আবু আহমেদ মান্নফী ও মালিক-শ্রমিক নেতারা।
×