ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ফের এ্যাবটের বাউন্সে ‘হিউজেস আতঙ্ক’

প্রকাশিত: ০৪:৪২, ৫ মার্চ ২০১৮

ফের এ্যাবটের বাউন্সে ‘হিউজেস আতঙ্ক’

স্পোর্টস রিপোর্টার ॥ এই শেফিল্ড শিল্ডের ম্যাচেরই ঘটনা। শন এ্যাবটের বাউন্সারে মারা গেলেন ফিলিপ হিউজেস। রবিবার ২০১৪ সালের সেই স্মৃতি আবার ফিরে এসেছিল শেফিল্ড শিল্ডে। সেই এ্যাবটেরই একটি বাউন্সার এসে লাগে উইল পুকোভস্কির হেলমেটে। অস্ট্রেলিয়ার ঘরোয়া প্রথম শ্রেণীর এই প্রতিযোগিতায় মেলবোর্নের জংশন ওভালে নিউ সাউথ ওয়েলসের হয়ে ভিক্টোরিয়ার বিপক্ষে বোলিং করছিলেন এ্যাবট। ভিক্টোরিয়ার দ্বিতীয় ইনিংসের ১৯তম ওভারে এ্যাবটের একটি বাউন্সার ডাক করতে চেয়েছিলেন পুকোভস্কি। কিন্তু বল এসে লাগে তার হেলমেটে। সঙ্গে সঙ্গে হাঁটু মুড়ে মাটিতে বসে পড়েন পুকোভস্কি। অবস্থা আশঙ্কাজনক দেখে সবার আগে ব্যাটসম্যানের কাছে ছুটে আসেন বোলার এ্যাবটই। এরপর অন্যান্য খেলোয়াড় এবং মেডিক্যাল স্টাফরা ছুটে আসেন মাঠে। প্রাথমিক চিকিৎসা নেয়ার পর অবশ্য উঠে দাঁড়াতে সক্ষম হন পুকোভস্কি।
×