ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

তিন পাটকল আধুনিকায়ন করতে পারছে না বিজেএমসি

প্রকাশিত: ০৪:৩৪, ৫ মার্চ ২০১৮

 তিন পাটকল আধুনিকায়ন করতে পারছে না বিজেএমসি

অর্থনৈতিক রিপোর্টার ॥ প্রাথমিকভাবে তিনটি পাটকলের মেশিনও বি.এম.আর.ই করতে পারছে না বাংলাদেশ পাটকল কর্পোরেশন (বিজেএমসি)। কারণ হিসেবে অর্থ সঙ্কটসহ নানা সীমাবদ্ধতার কথা জানায় বিজেএমসি। অর্থনীতিবিদরা বলছেন, বিএমআরই করে দীর্ঘমেয়াদী সুফল মিলবে না। বরং পাট শিল্পের উন্নয়নে সরকারী-বেসরকারী পাটকল আধুনিকায়নে আলাদা তহবিল গঠনের পরামর্শ তাদের। সরকারী পাটকলগুলোতে ব্যবহৃত প্রায় ৭০ বছরের পুরনো এসব মেশিনের সমতা, আধুনিকায়ন, বিস্তার ও প্রতিস্থাপন করতে প্রাথমিকভাবে তিনটি মিল বিএমআরই করার সিদ্ধান্ত নেয়া হয় ২০১৫ সালে। সে সময় চীনের সরকারী প্রতিষ্ঠান সিটিইএক্সআইসি’র সঙ্গে চুক্তি করে পাট মন্ত্রণালয়। কিন্তু আলোচনা, বৈঠক আর মেশিনগুলোর সম্ভাব্যতা যাচাই বাছাইয়ের মধ্য দিয়েই এ উদ্যোগ বাস্তবায়নের মুখ দেখেনি এখনো। কেটে গেছে তিনটি বছর। অর্থনীতিবিদদের কাছে প্রশ্ন ছিল, বিএমআরই করে পাটকলের উন্নয়ন কতটুকু সম্ভব? অর্থনীতিবিদরা বলেন, বাংলাদেশের ক্ষেত্রে বিএমআরই এর অতীত অভিজ্ঞতা ভাল না। এর ফলে কতটুকু কার্যকারিতা বাড়বে তা নিয়ে আশঙ্কা রয়েছে। এদিকে চীনা সরকারী প্রতিষ্ঠানটি বর্তমানে বিজেএমসিকে কারিগরি সহায়তা দিয়ে আগ্রহী নয় বলে জানিয়েছে পাট মন্ত্রণালয়। আর তিনটি মিল সংস্কারে ১৭৫ কোটি টাকা জিওবি অর্থায়নে সংস্কারের কথা থাকলেও এখন তিন শতাংশ সুদে ঋণের মাধ্যমে অর্থ সংগ্রহের পরামর্শ দিয়েছে অর্থ-মন্ত্রণালয়। এমন অবস্থায় এই উদ্যোগ দ্রুত বাস্তবায়নের ক্ষেত্রে বিভিন্ন সমস্যার কথা জানায় বিজেএমসি।
×