ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পণ্য আমদানিতে অপব্যবহার হচ্ছে কাস্টমস প্রসিডিউর কোড

প্রকাশিত: ০৪:৩৩, ৫ মার্চ ২০১৮

পণ্য আমদানিতে অপব্যবহার হচ্ছে কাস্টমস প্রসিডিউর কোড

অর্থনৈতিক রিপোর্টার ॥ পণ্য আমদানিতে ব্যাপক অপব্যবহার হচ্ছে কাস্টমস প্রসিডিউর কোড বা সিপিসি সুবিধার। এতে কোটি কোটি টাকার রাজস্ব হারাচ্ছে সরকার। সম্প্রতি অনুসন্ধান চালিয়ে এমন তিনটি দেশী-বিদেশী প্রতিষ্ঠানকে শনাক্ত করে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। তাদের কাছ থেকে ফাঁকি দেয়া অর্থ আদায় ছাড়াও আইনী ব্যবস্থার উদ্যোগ নেয়া হয়েছে। ক্রমেই বাড়ছে দেশের অর্থনীতির কলেবর। বাস্তবায়ন হচ্ছে পদ্মা সেতু কিংবা টানেলের মতো বড় সব প্রকল্প। এসব মেগা বা অগ্রাধিকারভিত্তিক প্রকল্পের দ্রুত বাস্তবায়ন আর শিল্প খাতের গতিশীল বিকাশে নানা প্রণোদনা দিচ্ছে সরকার। যার অন্যতম কাস্টমস প্রসিডিউর কোড বা সিপিসি। তবে সরকারী এই সুবিধার ব্যাপক অপব্যবহার হচ্ছে। শুল্ক-করাদি রেয়াতের এই সুবিধাটি প্রাপ্য নয়, এমন প্রতিষ্ঠান যেমন সিপিসি ভোগ করছে, আবার কেউ কেউ প্রাপ্যতাবহির্ভূত পণ্যের আমদানিতেও এ সুবিধা নিচ্ছে। সম্প্রতি শুল্ক গোয়েন্দাদের জালে ধরা পড়েছে এমন ৩টি প্রতিষ্ঠান। পণ্য খালাসের পরও যাদের কাছ থেকে শুল্ক আদায়ে উদ্যোগ নেয়া হয়। এক্ষেত্রে রাজস্ব ফাঁকি ছাড়াও অর্থ পাচারের আশঙ্কা করছেন কর্মকর্তারা। তারা বললেন, কর্মকর্তা-কর্মচারীর কেউ জড়িত থাকলে ব্যবস্থা নেয়া হবে। সিপিসি সুবিধায় জালিয়াতি করে রাজস্ব ফাঁকি রোধের অভিযান অব্যাহত রাখার কথা জানান কাস্টমস ও শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা।
×