ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিজেপিকে ঠেকাতে জোট গড়ছেন অখিলেশ-মায়াবতী

প্রকাশিত: ০৪:২৫, ৫ মার্চ ২০১৮

 বিজেপিকে ঠেকাতে জোট গড়ছেন অখিলেশ-মায়াবতী

ভারতের উত্তরপ্রদেশে বিজেপিকে ঠেকাতে এবার দুই প্রতিদ্বন্দ্বী দল সমাজবাদী পার্টি ও বহুজন সমাজ পার্টি জোট গড়ে তুলছেন। আসন্ন উপনির্বাচনকে ঘিরে এই জল্পনার আভাস পাওয়া গেছে রাজনৈতিক মহলে। খবর এনডিটিভির। ১১ মার্চ গোরক্ষপুর ও ফুলপুর এলাকার দুটি লোকসভা কেন্দ্রে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। যোগী আদিত্যনাথ মুখ্যমন্ত্রী হওয়ার পর গোরক্ষপুর লোকসভার আসনটি শূন্য হয়। অন্যদিকে কেশব প্রসাদ মৌর্য উপমুখ্যমন্ত্রী হওয়ায় ফুলপুর আসনটি শূন্য হয়। উপনির্বাচনকে গিরে সমাজবাদী পার্টির মুখপাত্র পাঙ্খুরি পাঠকের এক টুইটে দুই প্রতিদ্বন্দ্বীর জোট করার আভাস পাওয়া গেছে। তিনি টুইট করেন, ফুলপুর ও গোরক্ষপুর উপনির্বাচনে সমাজবাদী পার্টিকে সমর্থন করছে বহুজন সমাজ পার্টি। একসঙ্গে লড়াই করার অপেক্ষা করছি। আমরা বহুদিন মায়াবতীর এই সিদ্ধান্তের অপেক্ষায় ছিলাম। যদিও সমাজবাদী পার্টি বা বহুজন সমাজ পার্টির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কিছু জানান হয়নি। সমাজবাদী পার্টির নেতা সুনীল সিং যাদব বলেন, আমি যতদূর জানি তারা উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে না।
×