ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

নির্বাচনে জয়ের নেপথ্যে

ত্রিপুরায় তৃণমূল পর্যায়ে শক্ত ভিত গড়েছে বিজেপি-আরএসএস

প্রকাশিত: ০৪:২৪, ৫ মার্চ ২০১৮

ত্রিপুরায় তৃণমূল পর্যায়ে শক্ত ভিত  গড়েছে বিজেপি-আরএসএস

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরায় ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ও আদিবাসীদের সংগঠন আইপিএফটি জোট বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়ে জয়ী হয়েছে। ত্রিপুরা বিধানসভার মোট ৬০টি আসনের ৫৯টিতে নির্বাচন হয়েছে। এর মধ্যে বিজেপি ৩৫টি, আইপিএফটি ৮টি ও সিপিআইএম ১৩টি আসনে জয়ী হয়েছে। বিজেপি-আইপিএফটি জোট ৪৩টি আসনে জয়লাভ করে সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করেছে। খবর বিবিসির। ত্রিপুরায় গত ২৫ বছর ধরে একটানা ক্ষমতায় থাকা বামফ্রন্ট তাদের পরাজয় মেনে নিয়েছে। তারা জানিয়েছে, এই ফল অপ্রত্যাশিত। বিজেপি যেভাবে বেশি ভোট পেয়ে জয়লাভ করল তার কারণ বিশ্লেষণ করেছেন বিশ্লেষকরা। তারা জানিয়েছেন, দীর্ঘদিন ক্ষমতায় থাকা বামপন্থীদের বিরুদ্ধে এবার সরকারবিরোধী আন্দোলন ছিল। তার সঙ্গে খাপ খেয়ে বিজেপি নিজেদের স্লোগান দিয়েছিল, ‘চলো পাল্টাই’। অর্থাৎ পরিবর্তন চাই। বিজেপির কেন্দ্রীয় নেতা রাম মাধবের মতে, চলো পাল্টাই স্লোগান মানুষের সমর্থন পেয়েছে। ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক গৌতম চাকমা বলেন, মানুষ বিজেপিকে ভালবেসে ভোট দেয়নি বরং তারা বামফ্রন্ট সরকারকে পাল্টাতে চেয়েছে বলেই তাদের বিরুদ্ধে ভোট দিয়েছে। তাছাড়া বিজেপি তরুণ প্রজন্মের একটা বড় অংশের ভোট পেয়েছে, যারা শিক্ষিত অথচ বেকার। ত্রিপুরায় শিক্ষিত বেকারের সংখ্যা প্রায় পাঁচ লাখ। তাদের ক্ষোভ রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ত্রিপুরায় প্রচারে গিয়ে বেকারত্বের ওপর বিশেষ জোর দিয়েছেন। স্বপ্ন দেখিয়েছেন তরুণদের কাজ দেয়ার। সেটা একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছিল বিজেপির পক্ষে আর বামফ্রন্টের বিপক্ষে। সাংবাদিক আশিষ গুপ্তর মতে, ত্রিপুরাতে কোন উন্নয়নমূলক কাজ হয়নি এটা কোনমতেই মেনে নেয়া যায় না। তা সত্ত্বেও যেভাবে অনুন্নয়নের কথা বলে বিজেপি জয়লাভ করল তা সত্যিই অভাবনীয়। ত্রিপুরার এক-তৃতীয়াংশ আসন আদিবাসীদের জন্য সংরক্ষিত। সিপিআইএম নেতা গৌতম দাসের মতে, ওটাই ছিল আমাদের জন্য অন্যতম শক্ত জনভিত্তি। কিন্তু দেখা গেছে, সেখানে আমরা প্রায় কোন আসনেই জয় পাইনি। ওটাই আমাদের জন্য সবচেয়ে বড় ক্ষতি। আদিবাসী ভোট নিজেদের দিকে টানতে আঞ্চলিক দল আইপিএফটির সঙ্গে জোট করেছিল বিজেপি। নয়টি আসনে আইপিএফটি প্রার্থী দিয়েছিল। তার মধ্যে আটটিতে জয় পেয়েছে।
×