ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

চলে গেলেন কাজী জামালউদ্দিন

প্রকাশিত: ০৪:১৩, ৫ মার্চ ২০১৮

চলে গেলেন কাজী জামালউদ্দিন

স্টাফ রিপোর্টার ॥ বিজ্ঞাপনচিত্রের জনপ্রিয় মুখ কাজী জামালউদ্দিন আহমেদ আর নেই। শুক্রবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে তিনি মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। শনিবার জোহর নামাজের পর গুলশান কেন্দ্রীয় মসজিদে কাজী জামালউদ্দিন আহমেদের জানাজা অনুষ্ঠিত হয়। এরপর তার মরদেহ মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী নিয়ে যাওয়া হয়। সেখানে ধামারনে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। ছোট পর্দায় বিজ্ঞাপনচিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পান কাজী জামালউদ্দিন আহমেদ। তিনি প্রথম বিজ্ঞাপনচিত্রে কাজ করেছিলেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর সঙ্গে। এরপর একই নির্মাতার আশিয়ান সিটির বিজ্ঞাপন করে দর্শকপ্রিয়তা অর্জন করেন জামালউদ্দিন। ওই বিজ্ঞাপনচিত্রের ট্যাগ লাইন ছিল ‘নে বাবা, নাকে তেল দিয়ে ঘুমা’। এই বিজ্ঞাপনচিত্রটি টেলিভিশনে প্রচারের পর তিনি সারাদেশে জনপ্রিয় হয়ে ওঠেন। জীবনের শেষ বয়সে এসে অভিনয় শুরু করেন এবং তারকাখ্যাতি পান কাজী জামালউদ্দিন। বিজ্ঞাপনচিত্রের পাশাপাশি তিনি বেশ কিছু নাটকেও অভিনয় করেন। কাজী জামালউদ্দিনের মৃত্যুতে অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক প্রকাশ করছেন। নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীও অভিনেতা কাজী জামালউদ্দিনের মৃত্যুতে শোক করেছেন।
×