ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নাজনীন বেগম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ॥ প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

প্রকাশিত: ০৬:০০, ৪ মার্চ ২০১৮

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ॥ প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

গত ২৩ ফেব্রুয়ারি বসুন্ধরা আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হয়ে গেল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীদের নিয়ে এক মিলনমেলা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা অসংখ্য ছাত্রছাত্রীর অংশগ্রহণে আয়োজনটি ছিল সত্যিই মনোমুগ্ধকর আর আকর্ষণীয়। আনন্দের এই মহোৎসবে প্রাণঢালা আন্তরিকতায় বসুন্ধরা সম্মেলন কক্ষটি দৃষ্টিনন্দন আর খুশির বন্যায় মুখর হয়ে উঠেছিল। সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত অনুষ্ঠিত এই মিলনমেলা উপভোগ্য হয়ে ওঠে সকলের কলকাকলিতে। সবাই পেছন ফিরে তাকায় ফেলে আসা শিক্ষা জীবনের স্মৃতিমন্থনে। শুধু তাই নয়, শ্রেণী বন্ধুদের নিয়ে অনেককেই আনন্দে অভিভূত হতে দেখা যায়। ভিন্ন ভিন্ন বিভাগের অন্য বন্ধুদেরও চিনে নিতে সময় লাগেনি। মধ্যাহ্ন ভোজেও আসে এক অনাবিল মুগ্ধতা, তার সঙ্গে স্মৃতি হাতড়ানো তো আছেই। পুরো আয়োজনটির তত্ত্বাবধানে ছিল ১৯৯৭ সালে প্রতিষ্ঠিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীদের ক্লাব। বর্তমানে বাংলাদেশের বিভিন্ন স্থানে প্রতিষ্ঠিত, অর্থনৈতিকভাবে সফল ব্যক্তিত্বরা এই মহৎ উদ্যোগের যথার্থ উদ্যোক্তা। আসলে শিক্ষা জীবন যে কোন মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সুবর্ণ সময়। তখন সবার লক্ষ্য থাকে শুধু পছন্দের কোন বিষয় নির্বাচনই নয় তার চেয়েও বেশি আকাক্সিক্ষত কোন পেশায় নিজের ভবিষ্যত জীবনকে গাঁথা। অবশ্যই সততা এবং দেশপ্রেমের আদর্শিক দায়বোধ থেকে। এমন ধরনের পরিচ্ছন্ন আর শুদ্ধ স্বাপ্নিক অনুভব শুধু ছাত্র জীবনেই সম্ভব। অন্তত এখন তাই মনে হয়। সারাদিন মন মাতানো আবেগ আর উল্লাসের মাত্রায় যখন সবাই নতুন কিছু আয়োজনের অপেক্ষায় তখনই মঞ্চ থেকে ঘোষিত হয় বর্ণাঢ্য সাংস্কৃতিক উৎসবের আর এক কর্মযজ্ঞের। দেশীয় শিল্পীদের সম্পৃক্ততা তো ছিলই ওপার বাংলার সারে গা মার ২ জন শিল্পীও পুরো অনুষ্ঠানটিকে মাতিয়ে তোলেন। ক্ষুদে গানরাজের উপস্থিতিও ছিল উল্লেখ করার মতো। সবচেয়ে লক্ষণীয় এবং আনন্দের বার্তাটি হলো ভাষার মাসে শুধু বাংলা গানই উপস্থিত দর্শনার্থী এবং অংশগ্রহণকারীদের জন্য ছিল এক অনন্য উপহার। বিশেষ করে দেশাত্মবোধের সঙ্গীত মূর্ছনা। আর রবীন্দ্রসঙ্গীতের প্রতি মানুষের আগ্রহ এখনও কমেনি সে কথা নির্দ্বিধায় প্রমাণ করল আনন্দযজ্ঞের এই সঙ্গীত মেলা। সব মিলিয়ে পুরো আয়োজনটি ছিল আনন্দ মিছিলের এক অনবদ্য সম্মিলন।
×