ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মিথ্যা সাক্ষী দেয়ায় কারাদণ্ড হতে পারে মডরিচের!

প্রকাশিত: ০৫:৫৩, ৪ মার্চ ২০১৮

মিথ্যা সাক্ষী দেয়ায় কারাদণ্ড হতে পারে মডরিচের!

স্পোর্টস রিপোর্টার ॥ কোটি কোটি ইউরোর দুর্নীতি মামলা। ক্রোয়েশিয়ার ক্লাব ডায়নামো জাগরেবের সাবেক ক্ষমতাধর প্রধান ড্রাভকো মামিচের বিরুদ্ধে মামলা চলছে। এই মামলায় রিয়াল মাদ্রিদের মিডফিল্ডার লুকা মডরিচ অন্যতম সাক্ষীদের একজন। কিন্তু সরকারপক্ষের আইনজীবীদের সামনে তিনি এ বিষয়ে মিথ্যা সাক্ষ্য প্রদান করেন। এমনটাই দাবি করেছেন সরকারপক্ষের আইনজীবীরা। এতেই তারা বিষয়টি শেষ করেনি, আদালতে ঠুকে দিয়েছে মামলা। সেই মামলায় দোষী সাব্যস্ত হলে ৫ বছর কারাভোগের শাস্তি হতে পারে মডরিচের। মডরিচের বিপক্ষে অভিযোগ তিনি মিথ্যা সাক্ষ্য প্রদানের মাধ্যমে বড় ধরনের অপরাধ করেছেন। গত বছর জুনে তিনি মামিচের বিপক্ষে চলমান মামলার ট্রাইব্যুনালে হাজির হয়েছিলেন। সেই সময় যে সাক্ষ্য দিয়েছিলেন তা ছিল মিথ্যা। ক্রোয়েশিয়ার আইন অনুসারে মডরিচের নাম উল্লেখ করেনি, কিন্তু ১৯৮৫ সালে জন্ম নেয়া ক্রোয়েশিয়ান নাগরিক বলে পরিচিতি দেয়া হয়। স্থানীয় গণমাধ্যম তাকে মডরিচ হিসেবে শনাক্ত করে। এই অভিযোগপত্রটি এখন পর্যন্ত আদালত হতে মঞ্জুর করা বাকি আছে এবং বর্তমানে ক্রোয়েশিয়া জাতীয় দলের এ অধিনায়ক আপাতত গ্রেফতার হওয়ার শঙ্কা থেকে মুক্ত। মামিচ ও তার ভাই জোরান এবং আরও দুইজনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।
×