ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আজ বার্সিলোনার অগ্নিপরীক্ষা

প্রকাশিত: ০৫:৫২, ৪ মার্চ ২০১৮

আজ বার্সিলোনার অগ্নিপরীক্ষা

স্পোর্টস রিপোর্টার ॥ চলতি মৌসুমের শুরু থেকেই দুর্দান্ত খেলছিল বার্সিলোনা। মৌসুমের প্রথম ২১ ম্যাচে ১৮ জয়ের সৌজন্যে শিরোপা পুনরুদ্ধারে খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল কাতালানরা। কিন্তু হঠাৎ করেই যেন খেই হারিয়ে ফেলে মেসি-ইনিয়েস্তারা। সেই সুযোগে শিরোপা জয়ের দৌড়ে এগিয়ে আসে এ্যাটলেটিকো মাদ্রিদ। লা লিগায় আজ এই দুই দলেরই লড়াই। তাই ভক্ত-অনুরাগীরাও আলাদা করে দৃষ্টি রাখবে এই ম্যাচে। ন্যুক্যাম্পে এ্যাটলেটিকো মাদ্রিদকে স্বাগত জানাবে আর্নেস্তো ভালভার্ডের দল। বাংলাদেশ সময় রাত সোয়া ৯টায় অনুষ্ঠিত হবে দুই দলের লড়াই। স্প্যানিশ লা লিগার বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। গত বছর খুব দাপুটে পারফর্মেন্স উপহার দিয়েই লীগ শিরোপা জয়ের উৎসব করেছিল জিনেদিন জিদানের দল। কিন্তু পারফর্মেন্সের সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি এবার। সেই সুযোগটাই কাজে লাগায় রিয়াল মাদ্রিদের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সিলোনা। মৌসুমের শুরু থেকেই দুর্দান্ত খেলে আর্নেস্তো ভালভার্ডের শিষ্যরা। অসাধারণ পারফর্ম করায় এক পর্যায়ে মনে হয়েছিল লীগ শিরোপা পুনরুদ্ধার করাটা যেন তাদের জন্য এখন কেবলই সময়ের ব্যাপার। কিন্তু হঠাৎ করেই যেন জয়ের সেই ধারাবাহিকতা হারিয়ে ফেলে তারা। শিরোপা জয়ের সহজ পথটা কঠিন করে ফেলে নিজেরাই। বিশেষ করে লা লিগায় শেষ পাঁচ ম্যাচের তিনটিতেই ড্র করে বসে টুর্নামেন্টের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ২৪ বারের চ্যাম্পিয়ন বার্সিলোনা। সর্বশেষ বৃহস্পতিবার লাস পালমাসের মাঠে ১-১ গোলে ড্র করার আগে গত ৪ ফেব্রুয়ারি এস্পানিওলের মাঠেও একই ব্যবধানে ড্র করে পয়েন্ট হারায় কাতালান ক্লাবটি। এরপর ১১ ফেব্রুয়ারি ন্যুক্যাম্পে এসে গোলশূন্য ড্র করে যায় গেটাফেও! আর এই তিন ম্যাচে ড্র করার কারণেই মূল্যবান ছয় পয়েন্ট হারিয়ে ফেলে কাতালান ক্লাবটি। এই সময়ে দুর্দান্ত গতিতে ছুটতে থাকা এ্যাটলেটিকো মাদ্রিদও খুব কাছাকাছি চলে আসে কাতালান ক্লাবটির। একটা সময় শিরোপা জয়ের পথে বার্সা অনেকটা এগিয়ে গেছে বলে মনে হলেও এই মুহূর্তে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখতে শুরু করে দিয়েছে এ্যাটলেটিকো মাদ্রিদের সমর্থকরাও। কেননা বার্সিলোনার সঙ্গে এ্যাটলেটিকো মাদ্রিদের পয়েন্টের ব্যবধান এখন মাত্র পাঁচ! লীগের প্রথম ২৬ ম্যাচ থেকে ৬৬ পয়েন্ট নিয়ে সবার ওপরে অবস্থান বার্সার। সমান সংখ্যক ম্যাচ থেকে ৬১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে এ্যাটলেটিকো মাদ্রিদ। আর তিনে থাকা রিয়াল মাদ্রিদের সংগ্রহ ৫১ পয়েন্ট। বার্সা এই সময়ে কিছুটা নিষ্প্রভ হয়ে পড়লেও উড়ছে এ্যাটলেটিকো মাদ্রিদ। লীগে টানা ৮ ম্যাচ জয়ের স্বাদ পেয়েছে তারা। যে কারণেই লীগ শিরোপা জয়ের পথে এখন এ্যাটলেটিকো মাদ্রিদও দারুণ আত্মবিশ্বাসী। কারণটাও খুব সুস্পষ্ট। লীগের ২০ রাউন্ড শেষে বার্সার সঙ্গে এ্যাটলেটিকোর পয়েন্ট ব্যবধান ছিল ১১। আর সেটাই এখন কমে হয়ে গেছে ৫। এ অবস্থায় ডিয়েগো সিমিওনের দল আজ নিজেদের সেরাটা দিয়েই খেলবে। তাদের আত্মবিশ্বাস জোগাবে সাম্প্রতিক ফর্মও। এ্যাটলেটিকো মাদ্রিদের হয়ে এই মুহূর্তে অপ্রতিরোধ্য খেলছেন এ্যান্তনিও গ্রিজম্যান এবং ডিয়েগো কোস্তারা। গ্রিজম্যান শেষ দুই মাচেই করেছেন হ্যাটট্রিকের রেকর্ড। একুশ শতাব্দীতে এ্যাটলেটিকো মাদ্রিদের হয়ে প্রথম খেলোয়াড়ের ব্যাক টু ব্যাক হ্যাটট্রিক গড়ার রেকর্ড। তবে বার্সা খেলবে নিজেদের মাঠে। এটা একটা স্বস্তির কারণ। তবে অস্বস্তি হলো, নিজেদের মাঠেই বার্সা সেল্টা ভিগো আর গেটাফের সঙ্গে ড্র করেছে। ড্র করলে পয়েন্ট ব্যবধান একই থাকবে। কিন্তু এ্যাটলেটিকোর জন্য উজ্জীবিত হওয়ার কারণ হলো বার্সাকে হারিয়ে দিতে পারলে ব্যবধান নেমে আসবে দুইয়ে। বার্সা সমর্থকদের দুশ্চিন্তা কেবল লীগ নিয়েই নয়। সাম্প্রতিক বাজে পারফর্মেন্সের কারণে বার্সার ট্রেবল জয়ের যে সম্ভাবনা তৈরি হয়েছিল তাই নিয়ে তৈরি হয়েছে এখন সংশয়। তবে আজ এ্যাটলেটিকো মাদ্রিদকে হারিয়ে দিলেই সব শঙ্কা দূরে ঠেলে নিঃসন্দেহে লীগ শিরোপা পুনরুদ্ধারে আরও একধাপ এগিয়ে যাবে আর্নেস্তো ভালভার্ডের শিষ্যরা।
×