ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

যুব গেমসের বিভাগীয় পর্যায়ের প্রস্তুতি

প্রকাশিত: ০৫:৫১, ৪ মার্চ ২০১৮

যুব গেমসের বিভাগীয় পর্যায়ের প্রস্তুতি

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ যুব গেমসের চূড়ান্তপর্বের জন্য চলছে বিভাগীয় পর্যায়ের প্রস্তুতি। মূলপর্বের আগে ক্রীড়াবিদদের মধ্যে বোঝাপড়া বাড়াতে এ প্রশিক্ষণ রাখবে বড় ভূমিকা। এমনটাই মনে করছেন বাংলাদেশ অলিম্পিক এ্যাসোসিয়েশনের (বিওএ) উপ-মহাসচিব আশিকুর রহমান মিকু। চূড়ান্তপর্বে বয়স চুরিসহ অপ্রীতিকর বিষয়গুলো এড়াতে প্রশিক্ষণ কার্যক্রমে ক্রীড়াবিদদের সচেতন করতে রাখা হয়েছে ১৫ সদস্যের মেডিক্যাল টিম। ‘চল যাই চল এক সঙ্গে আজ ঘরের বাহিরে, খেলার মাঠে খেলব সবাই নতুন জোয়ারে।’ ক্রীড়াঙ্গনে নতুন জোয়ারই বলতে হয় এটিকে। আন্তর্জাতিক পর্যায়ে অংশগ্রহণের জন্য মানসম্পন্ন ক্রীড়াবিদ খুঁজে বের করতে প্রথমবারের মতো যুব গেমস আয়োজন করছে বিওএ। সারাদেশে একযোগে গত ডিসেম্বরে শুরু হয় জেলা পর্যায়ের বাছাই। জানুয়ারি পর্যন্ত চলে আটটি বিভাগের বিভাগীয় প্রতিযোগিতা। নানা ধাপ পেরিয়ে এবার ১০ মার্চ ঢাকায় শুরু হচ্ছে যুব গেমসের চূড়ান্তপর্ব। এ পর্বে যারা ভাল করবে সেসব যুব ক্রীড়াবিদদের প্রশিক্ষণেরে পর দেয়া হবে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ। তবে প্রতিযোগিতার শুরুতে বিভিন্ন ডিসিপ্লিনে বয়সচুরিসহ নানা অপ্রীতিকর অভিযোগ উঠেছিল। এবার চূড়ান্তপর্বের আগে সে অভিজ্ঞতার পুনরাবৃত্তি চায়না বিওএ। এসব বিষয়ে প্রতিযোগীদের মধ্যে সচেতনতা বাড়াতে শুরু হয়েছে বিভাগীয় প্রস্তুতি। শুধু সচেতনতাই নয়, বিভাগের বিভিন্ন জেলার প্রতিযোগীদের মধ্যে সমন্বয় বাড়াতেও এ প্রশিক্ষণ ভূমিকা রাখবে বলেই জানান বিওএ’র উপমহাসচিব আশিকুর রহমান মিকু। চূড়ান্তপর্বে আরচারি, এ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, বাস্কেটবল, বক্সিং, দাবা, ফুটবল, হ্যান্ডবল, হকি, জুডো, কাবাডি, কারাতে, শূটিং, সাঁতার, টেবিল টেনিস, তায়কোয়ান্দো, ভলিবল, ভারোত্তোলন, কুস্তি ও উশুতে অংশ নেবেন ক্রীড়াবিদরা।
×