ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

নিউ রেডিয়েন্টের বিপক্ষে ম্যাচের আগে সতর্ক আবাহনী

প্রকাশিত: ০৫:৫১, ৪ মার্চ ২০১৮

নিউ রেডিয়েন্টের বিপক্ষে ম্যাচের আগে সতর্ক আবাহনী

স্পোর্টস রিপোর্টার ॥ মালদ্বীপের নিউ রেডিয়েন্ট ক্লাবের বিপক্ষে ম্যাচের আগে সতর্ক অবস্থানে ঢাকা আবাহনী লিমিটেড। আগামী ৭ মার্চ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচ জিততে রেডিয়েন্ট ক্লাবের ভিডিও ফুটেজ পর্যবেক্ষণসহ সার্বিক প্রস্তুতি নিচ্ছে ঢাকার ক্লাবটি। মালদ্বীপের ক্লাবকে শক্তিশালী মানলেও জয়ের ব্যাপারে আশাবাদী খেলোয়াড়রা। ছোটখাটো ভুল না করলেই ফলাফল পক্ষে আসবে বলে মত তাদের। সঙ্গে হোম কন্ডিশনের বাড়তি সুবিধা তো থাকছেই। গত বছর এএফসি কাপের গ্রুপপর্ব থেকেই বিদায় নিতে হয়েছিল ‘দ্য স্কাই ব্লু ব্রিগেড’ খ্যাত ঢাকা আবাহনীকে। তবে এবার নিজেদের প্রথম ম্যাচের সপ্তাহ খানেক আগে এ্যান্ড্রু অর্ডের জাতীয় দলকে ৪-০ গোলে হারিয়ে বেশ চাঙ্গা আকাশী-নীল জার্সিধারীরা। তবে জাতীয় দলকে উড়িয়ে দিলেও মাটিতেই পা রাখছেন দলটির কোচ। কারণ আবাহনী জাতীয় দলকে হারালেও কম যায় না মালদ্বীপের নিউ রেডিয়েন্ট ক্লাব। দিন দু’য়েক আগে শক্তিশালী টিসি স্পোর্টসকে ৩-০ গোলে হারিয়েছে তারা। তাই শক্তিমত্তার দিক দিয়ে মালদ্বীপের দল নিউ রেডিয়েন্ট ক্লাবকে সমীহই করছেন আবাহনী কোচ। প্রতিপক্ষের ভিডিও ফুটেজ দেখে জয়ের ছকও আঁকছেন তিনি। এএফসি কাপে ক্লাবের হয়ে এশিয়ান কোটায় একজনসহ মোট খেলতে পারবে চার বিদেশী। যেখানে ঢাকা আবাহনীতে আছে সানডে চিজোবা, এমেকা ডার্লিংটন, এ্যালিসন উদুকা ও জাপানী মিডফিল্ডার সাইয়া কোজিমা। এটি বাড়তি মাত্রা যোগ করবে খেলায়। নিজেদের সেরাটা দিয়ে মালদ্বীপের দলকে হারাতে আত্মবিশ্বাসী দলের বিদেশী খেলোয়াড়রা। ঢাকা আবাহনীর নাইজেরিয়ান স্ট্রাইকার সানডে চিজোবা বলেন, ‘আমি স্ট্রাইকার। তাই অনেক গোল করতে চাই। আর আমি মনে করি সবাই ভাল করলে ফলাফল আমাদের পক্ষেই আসবে।’ ঢাকা আবাহনীর ফরোয়ার্ড এলিসন বলেন, ‘এএফসি কাপের প্রথম ম্যাচে নিউ রেডিয়েন্ট ক্লাবের বিপক্ষে অবশ্যই জেতা সম্ভব। তবে এ জন্য আমাদের অনেক পরিশ্রম করতে হবে। সবাইকে ভাল করতে হবে।’ বড় ব্যবধানে জাতীয় দলকে হারালেও পেনাল্টি বক্সে ২টিসহ খেলায় মোট ৬টি ফাউল করে ঢাকা আবাহনী। তবে এএফসি কাপে এই ব্যাপারে আরও সতর্ক ঢাকা আবাহনীর রক্ষণভাগ। দলটির মিডফিল্ডার সাইয়া কোজিমা বলেন, ‘আমি একদিন দলের সঙ্গে থেকে বুঝেছি, আমাকে কি করতে হবে। আমি শুধু ভাল করতে চাই। দলের অন্যদের সহযোগিতা করতে চাই।’ ‘ই’ গ্রুপ থেকে একমাত্র বেঙ্গালুরু বাদে বাকি তিন দলই লীগ চ্যাম্পিয়ন। তাই পরের পর্ব নিশ্চিত করতে হলে কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হবে সব ক্লাবকেই।
×