ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

উইলিয়ামসন-কীর্তি ছাপিয়ে ইংল্যান্ডের রোমাঞ্চকর জয়

প্রকাশিত: ০৫:৫১, ৪ মার্চ ২০১৮

উইলিয়ামসন-কীর্তি ছাপিয়ে ইংল্যান্ডের রোমাঞ্চকর জয়

স্পোর্টস রিপোর্টার ॥ ক্রিকেট গৌরবময় অনিশ্চয়তার খেলা, যার পরতে পরতে লুকিয়ে থাকে রোমাঞ্চ। রঙিন পোশাকের ওয়ানডে-টি২০তে সেই রোমাঞ্চ কখনও কখনও কল্পনাকেও হার মানিয়ে যায়। শনিবার ওয়েলিংটনে তেমনি এক রোমাঞ্চকর ওয়ানডে দেখল ক্রিকেট বিশ্ব। যেখানে ইংলিশদের ৪ রানের নাটকীয় জয় ছাপিয়ে আলোচনায় ‘ট্র্যাজিক’ হিরো কেন উইলিয়ামসন। খেললেন অপরাজিত ১১২ রানের ইনিংস, নাম লেখালেন পঞ্চম দ্রুততম ৫ হাজারি ক্লাবে। শেষ ওভারে স্ট্রাইকিংয়ে থেকেও হার নিয়ে মাঠ ছাড়তে হলো কিউই অধিনায়ককে! স্কোরÑ ইংল্যান্ড ২৩৪/১০ (৫০ ওভার), নিউজিল্যান্ড ২৩০/৮ (৫০ ওভার)। উইলিয়ামসন-কীর্তি ছাপিয়ে ‘নায়ক’ ইংলিশ স্পিনার মঈন আলী (৩/৩৬)। এ জয়ে পাঁচ ম্যাচের সিরিজে ২-১এ এগিয়ে গেল সফরকারীরা। ডুনেডিনে চতুর্থ ওয়ানডে বুধবার। ওয়েস্টপ্যাক স্টেডিয়ামে টস হেরে ব্যাট করা ইংল্যান্ড মোটেই সুবিধা করতে পারেনি। প্রথম নয় ব্যাটসম্যানের সবাই দুই অঙ্ক ছুঁয়েছেন, কিন্তু কেউই হাফ সেঞ্চুরি পাননি! দলীয় ৬৮ রানের মধ্যে সাজঘরে ফেরেন টপঅর্ডারের তিন ব্যাটসম্যান। এরপর নিজেদের সেরা জুটিটা পায় সফরকারীরা। চতুর্থ উইকেটে ৭১ রান যোগ করে বিপর্যয় সামাল দেন অধিনায়ক ইয়ন মরগান ও অলরাউন্ডার বেন স্টোকস। ৭১ বলে ৪৮ রান করে ফেরেন মরগান। স্টোকস ৭৩ বলে ৩৯। শেষদিকে জস বাটলার, মঈন আলী, ক্রিস ওকসের ব্যাটে লড়াইয়ের পুঁজি পায় ইংলিশরা। ৫৩ রানে ৩ উইকেট নিয়ে নিউজিল্যান্ডের সেরা বোলার লেগস্পিনার ইশ সোধি। ট্রেন্ট বোল্ট ২ উইকেট নেন ৪৭ রানে। রান তাড়ায় শুরুতেই মার্টিন গাপটিলকে হারায় কিউইরা। তবে কলিন মুনরোর সঙ্গে দলকে ১ উইকেটে ৮০ রানের দৃঢ় ভিতের ওপর দাঁড় করান উইলিয়ামসন। ৭টি চারে ৪৯ রান করে মুনরোর বিদায়ের পর আচমকাই একটা ধস নামে। আদিল রশিদ ও ম্যাচসেরা মঈন আলীর ঘূর্ণি বলের ছোবলে ২৩ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে নিউজিল্যান্ড। ২১ ওভারে ৯৬ রানের জুটিতে দলকে ম্যাচে ফেরান উইলিয়ামসন-মিচেল স্যান্টনার। বিপজ্জনক এই জুটি ভাঙ্গে দুর্ভাগ্যজনক রানআউটে। উইলিয়ামসনের স্ট্রেট ড্রাইভ বোলার ওকসের আঙ্গুল ছুঁয়ে নন স্ট্রাইকার প্রাপ্তে স্টাম্প এলোমেলো করে দেয়। স্যান্টনারের বিদায়ের পর কাজটা ভীষণ কঠিন হয়ে যায়। তবে একাই চেষ্টা চালিয়েছেন উইলিয়ামসন। কিন্তু শেষরক্ষা করতে পারেননি। শেষ ওভারে তাদের প্রয়োজন ছিল ১৫ রান। ওকসের করা ওভার থেকে দুটি ডাবলস আর একটি ছক্কায় ১০ রানের বেশি তুলতে পারেননি উইলিয়ামসন। ক্যারিয়ারের একাদশ সেঞ্চুরি পাওয়া অধিনায়ক অপরাজিত থাকেন ১১২ রানে। তার ১৪৩ বলের ইনিংসটি গড়া ৬টি চার ও দুটি ছক্কায়। এর মধ্য দিয়ে ওয়ানডেতে পঞ্চম দ্রুততম ৫ হাজারি (১১৯ ইনিংসে) ক্লাবে নাম লেখানো উইলিয়ামসন পেছনে ফেলেন গর্ডন গ্রিনিজকে (১২১ ইনিংস)। ১০১ ইনিংসেই ৫ হাজার রান পূর্ণ করে এ তালিকায় সবার ওপর দক্ষিণ আফ্রিকান তারকা হাসিম আমলা। মাঝের তিনটি স্থানে যথাক্রমে ভিভ রিচার্ডস (১১৪ ইনিংস), বিরাট কোহলি (১১৪ ইনিংস) ও ব্রায়ান লারা (১১৮ ইনিংস)। স্কোর ॥ ইংল্যান্ড ॥ ২৩৪/১০ (৫০ ওভার; রয় ১৫, বেয়ারস্টো ১৯, রুট ২০, মরগান ৪৮, স্টোকস ৩৯, বাটলার ২৯, মঈন ২৩, ওকস ১৬, রশিদ ১১, কুরান ২*, উড ১; সাউদি ১/৪৮, বোল্ট ২/৪৭, স্যান্টনার ০/১২, ডি গ্র্যান্ডহোম ১/২৪, সোধি ৩/৫৩, মুনরো ০/৪৬)। নিউজিল্যান্ড ॥ ২৩০/৮ (৫০ ওভার; গাপটিল ৩, মুনরো ৪৯, উইলিয়ামসন ১১২*, চ্যাপম্যান ৮, লাথাম ০, নিকোলস ০, ডি গ্র্যান্ডহোম ৩, স্যান্টনার ৪১, সাউদি ৭, সোধি ২*; ওকস ২/৪০, উড ০/৩৬, কুরান ০/৪৯, স্টোকস ০/২৭, রশিদ ২/৩৪, মঈন ৩/৩৬, রুট ০/৭)। ফল ॥ ইংল্যান্ড ৪ রানে জয়ী। ম্যাচসেরা ॥ মঈন আলী (ইংল্যান্ড)। সিরিজ ॥ ৫ ওয়ানডে ইংল্যান্ড ২-১এ এগিয়ে।
×