ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সাকিবকে ছাড়াই আজ শ্রীলঙ্কা যাচ্ছে বাংলাদেশ দল

প্রকাশিত: ০৫:৪৯, ৪ মার্চ ২০১৮

সাকিবকে ছাড়াই আজ শ্রীলঙ্কা যাচ্ছে বাংলাদেশ দল

স্পোর্টস রিপোর্টার ॥ শ্রীলঙ্কায় ৬ থেকে ১৮ মার্চ নিদাহাস ট্রফি অনুষ্ঠিত হবে। তিনজাতির এ টুর্নামেন্টে অংশ নেবে বাংলাদেশসহ ভারত ও স্বাগতিক শ্রীলঙ্কা। টি২০ ফরমেটে হবে খেলা। শ্রীলঙ্কার স্বাধীনতার ৭০ বছর পূর্তি উপলক্ষে এ টুর্নামেন্ট আয়োজন হচ্ছে। এ টুর্নামেন্টে অংশ নিতে আজ দুপুর ১টায় মাহমুদুল্লাহ রিয়াদের নেতৃত্বে শ্রীলঙ্কার উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ দল। সাকিবকে ছাড়াই নিদাহাস ট্রফি খেলতে যাবে দল। সাকিবের পরিবর্তে আবারও নেতৃত্ব দেবেন মাহমুদুল্লাহ। আর শেষ মুহূর্তে দলে যোগ হয়েছেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান লিটন কুমার দাস। এ টুর্নামেন্টে অংশ নিতে দুইদিনের প্রস্তুতি ক্যাম্প করেছে জাতীয় দলে ডাক পাওয়া ক্রিকেটাররা। ২ ও ৩ মার্চ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুশীলন শেষে আজ শ্রীলঙ্কার কলম্বোয় যাবেন বাংলাদেশ ক্রিকেটাররা। সেখানে গিয়ে তিনদিন প্রস্তুতি নিয়ে টুর্নামেন্টের মিশনে নামবেন। ৮ মার্চ বাংলাদেশ দলের মিশন শুরু হবে। নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ থাকছে ভারত। এরপর এক এক করে ১০ মার্চ স্বাগতিক শ্রীলঙ্কা, ১৪ মার্চ আবার ভারত, ১৬ মার্চ শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। গ্রুপপর্বে একেক দল চারটি করে ম্যাচ খেলার সুযোগ পাবে। গ্রুপপর্ব শেষ হবে ১৬ মার্চ। এরপর ১৮ মার্চ হবে ফাইনাল খেলা। প্রতিটি ম্যাচের পর একদিন করে বিরতি থাকছে। তিনজাতির এ টুর্নামেন্টের প্রতিটি খেলা রাত সাড়ে সাতটায় কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। বাংলাদেশ দল আগেই দল ঘোষণা করেছে। দলে অধিনায়ক হিসেবেই ছিলেন সাকিব। কিন্তু আঙ্গুলের চোট পুরোপুরি সেরে না ওঠায় শেষ পর্যন্ত তাকে দল থেকে সরিয়ে নেয়া হয়েছে। তার পরিবর্তে লিটন কুমার দাসকে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। দলের বাকি ক্রিকেটাররা হচ্ছেনÑ তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুশফিকুর রহীম, মাহমুদুল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, সাব্বির রহমান, নুরুল হাসান সোহান, নাজমুল ইসলাম অপু, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, আবু জায়েদ রাহী, আবু হায়দার রনি ও আরিফুল হক। সাকিব না থাকলে স্বাভাবিকভাবেই নেতৃত্ব দেবেন মাহমুদুল্লাহ। তা আগেই জানা ছিল। ঠিক যেমনটি শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ ও দুই ম্যাচের টি২০ সিরিজে সাকিবের পরিবর্তে অধিনায়কত্ব করেছেন মাহমুদুল্লাহ। এবারও মাহমুদুল্লাহর কাঁধেই পড়েছে নেতৃত্বের গুরুদায়িত্ব। সাকিব একাদশে না থাকা মানে বাংলাদেশ দুর্বল হয়ে পড়া। তা ভালভাবেই বোঝা গেছে। ত্রিদেশীয় সিরিজের ফাইনাল, শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ, এমনকি লঙ্কানদের বিপক্ষে টি২০ সিরিজেও তা টের পাওয়া গেছে। আর টি২০ ফরমেটের খেলা মানে সাকিবতো সেরা! তাকে ছাড়া তাই দল দুর্বল হয়েই নামবে। এমনিতেই টি২০ ফরমেটের খেলায় বাংলাদেশ দল দুর্বল। সাকিব খেলবেন না। তাহলে ভাল করার যে আশা নিয়ে দল শ্রীলঙ্কায় যাবে তাতে বাধা পড়াটাই স্বাভাবিক। এ পর্যন্ত ৭১টি টি২০ খেলেছে বাংলাদেশ। ২১টি ম্যাচে জিতেছে। ৪৮টিতেই হেরেছে। ২টি ম্যাচের রেজাল্ট হয়নি। সর্বশেষ ১০ টি২০ ম্যাচের মধ্যে মাত্র ১টি ম্যাচে জিততে পেরেছে বাংলাদেশ। কী কাহিল অবস্থা! যে দুই দল টুর্নামেন্টে বাংলাদেশের প্রতিপক্ষ সেই দুই দলের বিপক্ষে তো আরও করুণ দশা। টি২০তে এখন সেরা দল ভারত। দলটিতে যদিও তারকা ক্রিকেটাররা নেই। তবুও টি২০তে সবাই অভিজ্ঞ। টি২০ ফরমেটের খেলাটাতেও তাদের অনেক অভিজ্ঞতা। এই দলটির বিপক্ষে এ পর্যন্ত ৫টি টি২০ ম্যাচ খেলে, সবকটিতে হেরেছে বাংলাদেশ। সর্বশেষ ২০১৬ সালের মার্চে টি২০ বিশ্বকাপে ভারতের বিপক্ষে খেলেছে বাংলাদেশ। জেতার সুযোগ হাতছাড়া করে শেষ পর্যন্ত ১ রানে হেরেছে। প্রায় দুই বছর পর আবার ভারতের বিপক্ষে টি২০তে লড়াই করবে বাংলাদেশ। এবার দেখা যাক ভারতকে হারাতে পারে কিনা বাংলাদেশ। ভারতের চেয়ে একটু ভাল অবস্থা অবশ্য শ্রীলঙ্কার বিপক্ষে। ৯ ম্যাচ খেলে ২টিতে জিতেছে। তবে হেরেছে ৭টিতে। কিন্তু জয়ের স্বাদ পেয়েছে বাংলাদেশ। সর্বশেষ ফেব্রুয়ারিতে নিজ দেশে দুই ম্যাচের টি২০ সিরিজে অবশ্য হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ। এবার খেলবে শ্রীলঙ্কার মাটিতে। যেখানে গত বছর দুই ম্যাচের টি২০ সিরিজ খেলে একটি ম্যাচে জিতেছিল বাংলাদেশ। এবারও যে জিতবে না তা বলা তো মুশকিল। তাই বাংলাদেশ দল ভাল করার আশা নিয়েই শ্রীলঙ্কায় যাচ্ছে। বাংলাদেশ দলের ভারপ্রাপ্ত প্রধান কোচ কোর্টনি ওয়ালশ অবশ্য আশাবাদী। তিনি দায়িত্ব পেয়েই দলকে ‘টিম বাংলাদেশ’ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এগিয়ে যাচ্ছেন। আর আশা করেছেন, ‘শ্রীলঙ্কায় এটা আমাদের চ্যালেঞ্জ নেয়ার জন্য পরীক্ষামূলক একটি টুর্নামেন্ট। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ভাল ও ধারাবাহিক ক্রিকেট খেলেতে পারা। আমি আনন্দিত যে, এ সুযোগ আমি পেয়েছি। আমি সেরাটাই দেব। নিশ্চিত করব যাতে খেলোয়াড়রা ইতিবাচক ক্রিকেট খেলে। ম্যাচ জিততে হলে সবগুলো ক্ষেত্রেই আমাদের কাজ করতে হবে।’ বাংলাদেশ দলকে এখন মানসিকভাবে অনেক শক্ত হয়ে উঠতে হবে। ক্রিকেটারদের আত্মবিশ্বাসী করে তুলতে হবে। দেশের মাটিতে ত্রিদেশীয় সিরিজের শিরোপা হাতছাড়া হওয়ার পর থেকে যে দল হারছে তা থেকে মুক্ত হওয়া জরুরী। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ ও টি২০ সিরিজে হেরেছে বাংলাদেশ। দেশের মাটিতে যে দলটি অপ্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছে, তারাই শ্রীলঙ্কার কাছে নাকানি-চুবানি খেয়েছে। সেই শ্রীলঙ্কাতেই এখন খেলতে যাচ্ছে আজ। বিধ্বস্ত, দুর্বল মনোবল ও আত্মবিশ্বাসে ঘাটতি থাকা ক্রিকেটাররা এখন চাঙ্গা হয়ে উঠলেই হয়। যা হয়েছে তা ভুলে এখন সামনের ম্যাচগুলোতে কিভাবে ভাল খেলা যায় এবং জেতা যায়; সেভাবে এগিয়ে যেতে পারলেই হয়। ওয়ালশ সেটিই চান। আর সেই চাওয়া নিয়েই আজ সাকিবহীন বাংলাদেশ দল নিদাহাস ট্রফি খেলতে শ্রীলঙ্কার উদ্দেশ্যে দেশ ছাড়বে। নিদাহাস ট্রফির সূচী তারিখ প্রতিপক্ষ ৬ মার্চ শ্রীলঙ্কা-ভারত ৮ মার্চ বাংলাদেশ-ভারত ১০ মার্চ বাংলাদেশ-শ্রীলঙ্কা ১২ মার্চ শ্রীলঙ্কা-ভারত ১৪ মার্চ বাংলাদেশ-ভারত ১৬ মার্চ বাংলাদেশ-শ্রীলঙ্কা ১৮ মার্চ ফাইনাল * সব ম্যাচ সন্ধ্যা সাড়ে ৭টায় কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে
×