ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রাজধানীতে মাদকসেবীর আত্মহত্যা

প্রকাশিত: ০৫:৪৬, ৪ মার্চ ২০১৮

রাজধানীতে মাদকসেবীর আত্মহত্যা

স্টাফ রিপোর্টার ॥ পুরানো ঢাকা নাজিরাবাজার এলাকায় নিজের শরীরে কেরোসিন ঢেলে আগুন দিয়ে এক মাদকসেবী আত্মহত্যা করেছে। আরামবাগে আবাসিক হোটেল থেকে এক বোর্ডারের লাশ উদ্ধার হয়েছে। শনিবার সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, পুরান ঢাকার বংশাল থানার নাজিরাবাজার এলাকায় নিজের শরীরে আগুন দিয়ে মোঃ মাঈনুদ্দিন (৫০) নামে এক মাদকসেবী আত্মহত্যা করেছে। নিহতের বাবার নাম মনু মিয়া। তিনি পুরান ঢাকার বংশাল থানার নাজিরাবাজারের বাংলাদুয়ারের ৩৫ নম্বর বাড়ির সপরিবারে থাকতেন। ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটের আবাসিক সার্জন পার্থ শঙ্কর পাল জানান, মাঈনুদ্দিনের শরীরের শতভাগই পুড়ে গিয়েছিল। এদিকে শনিবার বিকেলে ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে তার লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে স্থানীয় পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া জানান। নিহতের ছোট ভাই মোঃ সোহেল জানান, শনিবার ভোরেরদিকে স্টোভের চুলা থেকে কেরোসিন নিয়ে নিজের শরীরে ঢেলে দিয়ে তাকে আগুন ধরিয়ে দেয় বড় ভাই মাঈনুদ্দিন। পরে পরিবারের সদস্যরা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ৭টার দিকে তার মৃত্যু হয়। তিনি জানান, ভাই মাঈনুদ্দিন একটি ওয়েলডিংয়ের দোকানে কাজ করতেন। তার একমাত্র ছেলে ইমন বংশালের একটি সাইকেল তৈরির যন্ত্রাংশ বিক্রির দোকানে চাকরি করে। নিহতের ভাই সোহেল জানান, বড় ভাই মাঈনুদ্দিন মাদকাসক্ত ছিলেন। এ নিয়ে পারিবারিকভাবে তাদের ঝগড়া লেগেই থাকত। তিনি জানান, গত সপ্তাহের মাঈনুদ্দিনের সঙ্গে তার স্ত্রী সীমা বেগমের ঝগড়া হয়। পরে তিনি ঘরের সকল আসবাবপত্র ভেঙ্গে ফেলেন। এ ঘটনায় তার স্ত্রী বংশাল থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পরে মাঈনুদ্দিন ঘর থেকে বেরিয়ে অন্যত্র চলে যায়। গত দুইদিন ধরে আবারও ঘরে থাকেন তিনি। এরই জের ধরে বড় ভাই নিজের শরীরের কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে আত্মহত্যা করে থাকতে পারে। হোটেল থেকে বোর্ডারের লাশ উদ্ধার ॥ রাজধানীর আরামবাগের একটি আবাসিক হোটেল থেকে মোঃ মোশাররফ হোসেন (৫০) নামের এক বোর্ডারের লাশ উদ্ধার হয়েছে। নিহতের বাবার নাম মাদার গাজী। গ্রামের বাড়ি সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার কাকশিয়ালী গ্রামে। এদিকে শনিবার বিকেলে ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে তার লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে স্থানীয় পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া জানান। মতিঝিল থানার উপ-পরিদর্শক মোঃ আব্দুর রাজ্জাক জানান, শুক্রবার গভীররাতে আরামবাগের ‘হোটেল ডি ভা-ার’ নামের আবাসিক হোটেলের একটি কক্ষ থেকে মোশাররফ হোসেন নামে ওই বোর্ডারের উদ্ধার করা হয়। হোটেল কর্তৃপক্ষ দরজায় কড়া নেড়ে কোন সাড়া না পেয়ে পুলিশে খবর দেয়। এসআই রাজ্জাক জানান, গত ২৮ ফেব্রুয়ারি মোশারফ ওই হোটেলে ওঠেন। তিনি জানান, তার লাশের ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে আসল ঘটনা জানা যাবে। তদন্ত করে দেখা হচ্ছে।
×