ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

অর্থমন্ত্রী মুহিতের ‘নির্বাচিত প্রবন্ধ’ গ্রন্থের প্রকাশনা

প্রকাশিত: ০৫:৪৫, ৪ মার্চ ২০১৮

অর্থমন্ত্রী মুহিতের ‘নির্বাচিত প্রবন্ধ’ গ্রন্থের প্রকাশনা

স্টাফ রিপোর্টার ॥ বহুগুণে গুণান্বিত এক ব্যক্তিত্ব অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। অর্থনীতিবিদ পরিচয়ের পাশাপাশি কাজ করেছেন গবেষক, উন্নয়ন বিশেষজ্ঞ ও পরিবেশবিদ হিসেবে। সেই সঙ্গে সমানতালে এগিয়েছেন লেখালেখির ভুবনে। তাই অর্থমন্ত্রী হিসেবে শত ব্যস্ততার মাঝেও থেমে থাকেনি তাঁর কলম। ইতোমধ্যে বেরিয়েছে অনেকগুলো গ্রন্থ। এবারের অমর একুশে গ্রন্থমেলার শেষ দিনে প্রকাশিত হয় তাঁর বাছাইকৃত প্রবন্ধের সংকলন ‘নির্বাচিত প্রবন্ধ’। বইটিতে ঠাঁই পেয়েছে ১৯টি রচনা। সেসব লেখায় উঠে এসেছে দেশের শাসনব্যবস্থার সংস্কার, বঙ্গবন্ধু ও বাংলাদেশসহ লেখকের যৌবন অতিবাহিত করা ইউরোপীয় দুই মহানগর অক্সফোর্ড ও ব্রাসেলসের কথা। সেই সঙ্গে লেখনীতে মেলে ধরেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব, তাজউদ্দীন আহমদসহ দেশের পনেরো জন বরেণ্য ব্যক্তিত্বকে। শনিবার বিকেলে নির্বাচিত প্রবন্ধ নামের গ্রন্থটির প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হলো। বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে গ্রন্থটির প্রকাশনা সংস্থা অন্যপ্রকাশ। ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামানের সভাপতিত্বে বইটি নিয়ে আলোচনা করেন অর্থনীতিবিদ ড. কাজী খলীকুজ্জমান আহমদ, বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা সভাপতি আবদুল্লাহ আবু সায়ীদ ও বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান। গ্রন্থটি নিয়ে অনুভূতি ব্যক্ত করেন আবুল মাল আবদুল মুহিত। স্বাগত বক্তব্য দেন অন্যপ্রকাশের প্রধান নির্বাহী মাজহারুল ইসলাম। শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তাবারক হোসেন। অনুভূতি প্রকাশ করে আবুল মাল আবদুল মুহিত বলেন, নির্বাচিত প্রবন্ধ বইটির প্রবন্ধগুলো বাছাই করতে আমাকে বেশ বেগ পেতে হয়েছে। বিভিন্ন সময়ে লেখা কলামগুলো অন্তর্ভুক্ত করতে গিয়ে বারবার সিদ্ধান্ত বদলাতে হয়েছে। লেখাগুলো বাছাই করতে গিয়ে দেখেছি, আগের তুলনায় সাম্প্রতিক সময়ে আমার লেখালেখির ধরনে ব্যাপক পরিবর্তন হয়েছে। এখনকার লেখায় অনেক তথ্য থাকে, তবে তা কাঠখোট্টা হয়ে যায়। এটা একটা দুর্বলতাও বলতে পারেন। বর্তমানে আমার সৃজনশক্তি এমন একটা পর্যায়ে রয়েছে, যার বিবর্তন ঘটছে। সময় খরচ করে বাড়তি চিন্তা করা যৌবনের গুণগুলো যেন কমে যাচ্ছে। আনিসুজ্জামান বলেন, আবুল মাল আবদুল মুহিত সেই বিরল মানুষদের একজন যিনি সংবিধানে প্রতিশ্রুত স্থানীয় সরকার ব্যবস্থা নিয়ে আলোকপাত করেছেন। বঙ্গবন্ধুকে নিয়ে তার আবেগ ও ভাবনার কথা রয়েছে একটি প্রবন্ধে। সেখানে উঠে এসেছে বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতা অর্জনসহ নানা বিষয়। তাজউদ্দীন আহমদ সম্পর্কে একটি চমৎকার লেখা লিখেছেন। এসব লেখা পড়ে তার পরিম-লটি বোঝা যায়। গুণী মানুষদের সঙ্গে সঙ্গে নিজের ব্যক্তিগত সম্পর্ককে প্রাধান্য দিয়েছেন। মানুষের সঙ্গে তার যে হৃদয়জাত সম্পর্ক, তা উঠে এসেছে এসব লেখার মাধ্যমে। আবদুল্লাহ আবু সায়ীদ বলেন, বইটির কিছু লেখা আমি পড়েছি। লেখাগুলো সংহত, নিবিষ্ট ও মননশীল মনে হয়েছে। তিনি যার সম্পর্কে লিখেন, তার সম্পর্কে পুঙ্খানুপুঙ্খভাবে জেনে তবেই লিখেন। জেলায় জেলায় স্থানীয় সরকার শিরোনামের প্রবন্ধটিকে খুবই সুচিন্তিত লেখা মনে হয়েছে। বেশ গুছিয়ে লিখেছেন। গ্রন্থটির মাধ্যমে অর্থমন্ত্রীর লেখকসত্তাকে পরিষ্কার উপলব্ধি করা যায়। কাজী খলীকুজ্জমান আহমদ বলেন, তিনি তার চিন্তাভাবনার প্রকাশ ও বাস্তবতার বিশ্লেষণ করতে চান বলে এখনও লিখে চলেছেন। এ বইয়ের নানা প্রবন্ধে তার মানবতা ও বন্ধু-বাৎসল্যের প্রমাণ পেয়েছি। শোনা যাচ্ছে, আগামী ডিসেম্বরে তিনি অবসরে যাবেন। হয়ত তখন তার কাছ থেকে আরও অনেক লেখা পাওয়া যাবে। শামসুজ্জামান খান বলেন, এত ব্যস্ততার মধ্যেও তিনি এত লেখা লেখেন, এটা বিস্ময়ের। যতœ, পরিশীলনে নানা মাত্রিকতা ফুটে উঠে তার লেখায়। প্রবন্ধগুলো হৃদয়গ্রাহী, যিনি পড়বেন তিনিই অভিভূত হবেন। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের নানা সময়ে লেখা ১৯টি রচনা ঠাঁই পেয়েছে ‘নির্বাচিত প্রবন্ধ’-এ। এর প্রথম প্রবন্ধটি এ দেশের শাসন ব্যবস্থা নিয়ে লেখা। এখানে বাংলাদেশে প্রতি জেলায় জেলায় স্বশাসিত সরকার ব্যবস্থার কথা লিখেছেন। দ্বিতীয় প্রবন্ধটি হলো- বঙ্গবন্ধু ও বাংলাদেশ। এরপরে অক্সফোর্ড ও ব্রাসেলস নিয়ে রয়েছে দুটি প্রবন্ধ। অধ্যাপক আনিসুজ্জামানকে উৎসর্গ করা ১৮২ পৃষ্ঠার প্রবন্ধ সংকলনটির প্রচ্ছদ এঁকেছেন ধ্রুব এষ। মূল্য রাখা হয়েছে ৫০০ টাকা। ৭ মার্চ থেকে ‘কুইজে একাত্তর’ ॥ প্রবাসী বাংলাদেশীদের উদ্যোগে গড়া প্রজেক্ট লন্ডন-১৯৭১ এর আয়োজনে শুরু হচ্ছে ‘কুইজে একাত্তর’। আগামী ৭ মার্চ থেকে কুইজে একাত্তরের ওয়েবসাইটে িি.িয়ঁরুব৭১.পড়স এই ঠিকানায় শুরু হবে নিবন্ধন। প্রতিযোগিতাটিও হবে এই সাইটেই। এখানে ৭টি ধাপে ৭১টি প্রশ্ন থাকবে প্রতিযোগীদের জন্য। ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত দুটি গ্রুপে অনুষ্ঠিত হবে এই অনলাইন কুইজ প্রতিযোগিতা। প্রতিযোগিতাটি চলবে ২৫ মার্চ পর্যন্ত। দেশব্যাপী কুইজ একাত্তর আয়োজনের সহযোগী হিসেবে রয়েছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়, ট্রেজার ১৯৭১, হিমু পরিবহন, মুক্ত আসর, বাংলাদেশ স্টাডি ট্রাস্ট ও মুক্তিযুদ্ধ ই-আর্কাইভ। শনিবার রাজধানীর আগারগাঁওয়ের মুক্তিযুদ্ধ জাদুঘরে এক অনুষ্ঠানের মাধ্যমে এ প্রতিযোগিতার ঘোষণা দেয়া হয়। এতে অতিথি ছিলেন শহীদকন্যা ডাঃ নুজহাত চৌধুরী ও বাংলাদেশ ক্রিকেট দলের (ওয়ানডে) অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। প্রজেক্ট লন্ডনের চেয়ারম্যান ফজলুল কবির তুহিনের সভাপতিত্বে আয়োজনে স্বাগত ভাষণ দেন আয়োজনের সমন্বয়কারী উজ্জ্বল দাশ। ‘তরুণ স্থপতিকে লেখা পত্রাবলি’ গ্রন্থের প্রকাশনা ॥ শনিবার সন্ধ্যায় ধানম-ির ছায়ানট মিলনায়তনে বেঙ্গল পাবলিকেশন্স থেকে প্রকাশিত খ্যাতনামা স্থপতি ক্রিস্টোফার বেনিনজার রচিত ‘তরুণ স্থপতিকে লেখা পত্রাবলি’ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। গ্রন্থটি মূল ইংরেজী থেকে অনূদিত হয়েছে। অনুবাদ করেছেন প্রতীক বর্ধন।
×