ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

গ্রেফতারে মাঠে নেমেছে পুলিশ

রওনকের ৪ বান্ধবীসহ ১০ জনকে জিজ্ঞাসাবাদ ॥ খুনীরা শনাক্ত

প্রকাশিত: ০৫:৪৫, ৪ মার্চ ২০১৮

রওনকের ৪ বান্ধবীসহ ১০ জনকে জিজ্ঞাসাবাদ ॥ খুনীরা শনাক্ত

নিয়াজ আহমেদ লাবু ॥ প্রেমের কারণে পুরান ঢাকার শাঁখারী বাজার এলাকায় হোলি উৎসবে গিয়ে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে রওনক হোসেন রনো (১৮) খুন হয়েছে। ইতোমধ্যে পুলিশ সিসিটিভি ফুটেজ ও আটক নিহতের চার বান্ধবীসহ ১০ জনকে জিজ্ঞাসাবাদ করে খুনীদের শনাক্ত করেছে। তাদের গ্রেফতারে পুলিশের একাধিক টিম মাঠে নেমেছে। পুলিশ জানায়, নিজেদের মধ্যে দ্বন্দ্বের জেরে বন্ধুদের হাতে রওনক খুন হয়েছে বলে ধারণা করা হচ্ছে। নিহতের পরিবার অভিযোগ করেন, ঘটনার দিন বৃহস্পতিবার সকালে দুই তরুণী রওনককে ফোন করে ডেকে নিয়ে যায়। এরই মধ্যে এক তরুণী তাকে বিয়ের প্রস্তাব দেয়। কিন্তু রওনক রাজি না হওয়ায় পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, হত্যাকাণ্ডের ঘটনায় ওই দুই তরুণীসহ চার তরুণীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এছাড়া নিহতের আরও ছয় বন্ধুকে জিজ্ঞাসাবাদ করে খুনীদের শনাক্ত করা হয়েছে। খুনীরা নিহতের বন্ধু। তারা এখন পুলিশের নাগালের মধ্যে এমন কথা জানান নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা। শীঘ্রই তাদের গ্রেফতার করা হবে। এরপরই বেরিয়ে আসবে খুনের আসল রহস্য। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, বৃহস্পতিবার দুপুরে রওনক তার বন্ধু মামুন, ফাহিম, অমিত ও আর চার বান্ধবীকে সঙ্গে নিয়ে দোল পূর্ণিমা উপলক্ষে হোলি উৎসবে যোগ দিতে পুরান ঢাকার শাঁখারি বাজারে গিয়েছিল। দুর্বৃত্তরা বাহাদুর শাহ পার্ক গলিতে রওনককে কিল, ঘুষি ও এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় ঢামেক হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রওনক আজিমপুর নিউ পল্টন লাইন স্কুল এ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিল। কামরাঙ্গীরচরে রনি মার্কেট এলাকায় পরিবারের সঙ্গে থাকত। তার বাবা নেই। মা হেনা বেগম ২২ নম্বর ওয়ার্ডের মহিলা আওয়ামী লীগের নেত্রী। এ ঘটনায় ওইদিন বৃহস্পতিবার হেনা বেগম বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা করেন। নিহতের বড় বোন খুশবু জানান, ওই দুই তরুণীর একজনের সঙ্গে রওনকের প্রেম ছিল। ওই মেয়েটি প্রায় তাকে বিয়ে করতে বলত। বিভিন্ন সময় ডেকে নিয়ে যেত। রওনক না গেলে বিভিন্ন হুমকি দিত। পরে ওই মেয়ের পরিবারের সঙ্গে কথা বলে তিন বছরের সময় নেয়া হয়। বিয়ে না করায় রওনকের ওপর ক্ষিপ্ত ছিল সে। ওই মেয়ে ও তার বান্ধবী আমার ভাইকে ডেকে নিয়ে বন্ধুদের দিয়ে খুন করিয়েছে। তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, রওনকের সঙ্গে এক তরুণীর প্রেম ছিল। তাদের মধ্যে অতীতে কিছু ঝামেলা হয়েছিল। তবে হত্যাকাণ্ডের সময় ওই তরুণী ঘটনাস্থলে উপস্থিত ছিল না। ঢাকার বাইরে ছিল। সেটির প্রমাণও তারা পেয়েছেন। পুলিশ জানায়, ওই দুই তরুণীসহ বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদে কিছু ক্লু মিলেছে। সেগুলো যাচাই-বাছাই করে দেখা হচ্ছে। তারা বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে। এ কারণেই হত্যার রহস্য উদ্ঘাটনে সময় লাগছে।
×