ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ব্রিটেনে উগ্র ডান পন্থীদের উত্থান ॥ শঙ্কিত প্রশাসন

প্রকাশিত: ০৫:৩৫, ৪ মার্চ ২০১৮

ব্রিটেনে উগ্র ডান পন্থীদের উত্থান ॥ শঙ্কিত প্রশাসন

যুক্তরাজ্যের একজন অভিজ্ঞ সন্ত্রাস দমন কর্মকর্তার মতে সেদেশের উগ্র ডানপন্থী সন্ত্রাসীরা সংগঠিত হয়ে আগামীতে ব্রিটেনের জন্য ভয়াবহ হুমকির কারণ হয়ে উঠতে পারে। গত বছর উগ্র ডানপন্থীদের চারটি হামলার চক্রান্তের কথা উল্লেখ করে তিনি এ আশঙ্কা প্রকাশ করেন। খবরÑ ইন্ডিপেন্ডেন্ট। মেট্রোপলিটন পুলিশের এসিস্ট্যান্ট কমিশনার মার্ক রাউলি দীর্ঘদিন সন্ত্রাস দমন বিভাগে কর্মরত থাকার পর শীঘ্রই অবসরে যাচ্ছেন। পুলিশের নীতি নির্ধারণী বিশেষজ্ঞদের এক মতবিনিময় সভায় প্রদত্ত বক্তৃতায় তিনি প্রথমবারের মতো তার অভিজ্ঞতা থেকে বর্তমান সন্ত্রাসের চিত্র ও আগামীতে এর ভয়াবহতা কী হতে পারেÑ তা নিয়ে সুনির্দিষ্ট তথ্যভিত্তিক প্রতিবেদন প্রকাশ করেন। উগ্র ডানপন্থী ও ইসলামিক চরমপন্থী এই উভয় গ্রুপই তাদের কর্মকা-ের যৌক্তিক তা ব্যাখ্যা করে কীভাবে সাংগঠনিক তৎপরতার প্রসার ঘটাচ্ছে তার এক উদ্বেগজনক চিত্র রাউলি তার এই প্রতিবেদনে তুলে ধরেন। রাউলি বলেন, ডানপন্থী সহিংসতা এর আগে আমাদের দেশে সংগঠিত ছিল না। কিন্তু বর্তমানে তারা অনুকূল পরিস্থিতি ও জনমত পেয়ে তাৎপর্যপূর্ণ হুমকিও চ্যালেঞ্জ হিসেবে আবির্ভূত হয়েছে। ২০১৬ সালে লেবার দলীয় নারী পার্লামেন্ট সদস্য জো কক্সকে ব্রেক্সিট গণভোটের প্রাক্কালে শুধু ইইউ পন্থী বলে উগ্র ডানপন্থীরা তাকে হত্যা করে। টমাস মেয়ার নামে যে উগ্র ডানপন্থী এই হত্যাকা- ঘটায়Ñ তাকে চরমপন্থীরা সাহসী বীরের সম্মান দেয়। চরমপন্থীদের নিউ নাজি (নব্য নাৎসি) গ্রুপকে কাম্ব্রিয়াতে সমকামীদের ওপর হামলার পরিকল্পনার দায়ে দোষী সাব্যস্ত করা হয়। এ ছাড়াও গত বছর চরম ডানপন্থী সদস্য ক্রিস্টোফার লিথ গোসহ আরও ছয়জন লেবার দলীয় এমপি রোজী কুপারকে হত্যা পরিকল্পনার জন্য দোষী সাব্যস্ত করা হয়। নাজিদের সন্ত্রাসী সংগঠন ন্যাশনাল এ্যাকশন (এন. এ) এসব সন্ত্রাসী কর্মকা-ে জড়িত এটি প্রমাণ হয়ে যাওয়ার পর সরকার এটিকে নিষিদ্ধ ঘোষণা করে। সংগঠনটি নিষিদ্ধ হওয়ার পর এর কর্মীরা গ্রেফতার এড়াতে নতুন তালিকাভুক্ত অথবা পুরনো কোন সংগঠনে তাদের নাম অন্তর্ভুক্ত করে গোপন তৎপরতা চালিয়ে যাচ্ছে। যে কয়টি সংগঠনের অধীনে তারা তৎপর আছে তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেÑ স্কটিশ ডন এবং এনএস- ওয়ান থ্রি ওয়ান। এ সংগঠনের ড্যারেন অসবোর্ন নামের আরেক উগ্রসদস্য গত বছরের জুন মাসে লন্ডনের ফিন্্স বেরি পার্ক মসজিদের বাইরে নামাজ শেষে বেরিয়ে আসা এক মুসল্লিকে মোটর ভ্যান চাপা দিয়ে হত্যা করে। হত্যাকারী চার সন্তানের জনকÑ সে রাতারাতি বর্ণবাদী নেতা টমি রবিনসনের বিভিন্ন লেখা থেকে উদ্বুদ্ধ হয়ে উগ্র সন্ত্রাসীতে পরিণত হয়। টমি রবিনসন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের মতো ‘ব্রিটেন ফার্স্ট’ সেøাগান দিয়ে যুক্তরাজ্যে অভিবাসীবিরোধী জনমতকে উস্কে দিচ্ছেন। বিশ্বব্যাপী সকলের দৃষ্টি যখন আইএস অথবা ইসলামিক স্টেট জঙ্গী দমন তৎপরতায় নিবদ্ধ তখন ব্রিটেনের উগ্র ডানপন্থীরা নিজেদের সাংগঠনিক কার্যক্রম জোরদার করে চলেছে। প্রশাসনের কেউ কেউ হয়তো ইসলামোফোবিয়া বা ইসলাম ভীতির কারণে তাদের প্রতি সহমর্মিতা পোষণ করতে পারেনÑ কিন্তু তা হবে আত্মঘাতী। এ প্রসঙ্গে ইউনাইটেড এগেনস্ট ফ্যাসিজম বা ইউএএফ সংগঠনের যুগ্ম সম্পাদক ওয়েমেন বেনেট বলেন, ডানপন্থীরা বিপদের গুপ্ত পথ খুলে দিচ্ছে যা আমাদের গণতন্ত্রের জন্য একটি বড় হুমকি হয়ে দেখা দেবে। কিন্তু এই বিষয়টিকে খুব একটা গুরুত্ব দেয়া হচ্ছে না। অভিবাসী বা মুসলিম সংখ্যালঘুদের বিচ্ছিন্ন তৎপরতা দমনে প্রাধান্য দিলে উগ্র ও চরম ডানপন্থীদের উৎসাহিত সহিংসতা ও চরমপন্থী দমন অভিযানে ব্রিটেনে ২০১৫ থেকে ২০১৬ সালের মধ্যে ৭৬৩১ জনকে গ্রেফতার করা হয়। এর মধ্যে ৬৫ ভাগ অর্থাৎ ৪,৯৯৭ জন সন্দেহভাজন ইসলামী চরমপন্থী এবং ১০ ভাগ (৭৫৯ জন) চরম ডানপন্থী সংগঠনের সঙ্গে জড়িত।
×