ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জাফর ইকবালকে ঢাকায় আনার সিদ্ধান্ত

প্রকাশিত: ০৫:৩৫, ৪ মার্চ ২০১৮

জাফর ইকবালকে ঢাকায় আনার সিদ্ধান্ত

স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহাম্মদ জাফর ইকবালকে ঢাকায় প্রেরণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল পরিচালকের গণসংযোগ কর্মকর্তা সাদেক হোসেন। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তিনি হাসপাতালে উপস্থিত গণমাধ্যম কর্মীদের জানান, জাফর ইকবালের অস্ত্রোপচার শেষ করা হলে তাকে ঢাকায় পাঠান হবে। সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ জানান, প্রধানমন্ত্রীর নির্দেশে জাফর ইকবালকে ঢাকায় প্রেরণ করা হচ্ছে। সেনাবাহিনীর একটি এয়ার এ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকায় নেয়া হবে। যেভাবে জাফর ইকবালের ওপর হামলা শাবিপ্রবির ইলেকট্রিক্যাল এ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ কামরুজ্জামান খান জানান, শনিবার বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল এ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগে ফেস্টিভ্যাল চলছিল ক্যাম্পাসের মুক্তমঞ্চে। এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অধ্যাপক জাফর ইকবাল। সেই উৎসবে অংশ নিয়ে অন্যদের সঙ্গে মুক্তমঞ্চে বসে ছিলেন মুহাম্মদ জাফর ইকবাল। সন্ধ্যার ৫টা ৪০ মিনিটের দিকে এক ২৪-২৫ বছরের হাল্কা দাড়িওয়ালা একটি যুবক হঠাৎ পেছন থেকে তার মাথায় ছুরিকাঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। দ্রুত তাকে উদ্ধার করে পুলিশের একই মাইক্রোবাসে করে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরে তার মাথায় আঘাত থাকায় তাকে ওসমানী হাসপাতালের অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। আই এ্যাম অল রাইট, তোমরা উত্তেজিত হইও না ছুরিকাঘাতের পরপরই উঠে দাঁড়িয়ে তিনি উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘আই এ্যাম অলরাইট, তোমরা উত্তেজিত হইও না’। এ সময় তার মাথা থেকে রক্ত গড়িয়ে পড়ে তার মুখ ও শার্ট ভিজে যায়। এ কথা বলার সঙ্গে সঙ্গেই তিনি জায়গায় বসে পড়েন। এ কথা জানিয়েছে নর্থ ইস্ট ইউনিভার্সিটির কম্পিউটার বিজ্ঞান বিভাগের শিক্ষক নওশাদ সজীব। শাবি ক্যাম্পাসে অনুষ্ঠিত একটি রোবটিক্স প্রতিযোগিতার বিচারক হিসেবে শাবিতে গেলে এ ঘটনার প্রত্যক্ষদর্শী হন তিনি। তিনি আরও জানান, জাফর ইকবালের পাশে পুলিশ অবস্থান করতে দেখা গেলেও পুলিশ কোন তৎপর ভূমিকা পালন করেনি। জালালাবাদ থানার ওসি শফিকুর রহমান বলেন, এ ঘটনায় পুলিশ তৎপর ভূমিকা পালন করে। জাফর ইকবালকে উদ্ধার করতে গিয়ে একজন পুলিশ সদস্য আহত হয়েছেন। তাকে পুলিশের একই মাইক্রোবাসে করে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়।
×