ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ফেব্রুয়ারি মাসে বিদেশীদের বিক্রি বেড়েছে

প্রকাশিত: ০৫:০৭, ৪ মার্চ ২০১৮

ফেব্রুয়ারি মাসে বিদেশীদের বিক্রি বেড়েছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ চলতি বছরের ফেব্রুয়ারি মাসে পুঁজিবাজারে বিদেশী বিনিয়োগকারীরা শেয়ার বিক্রি করেছেন বেশি। আলোচ্য সময়ে কেনার তুলনায় বিদেশী বিনিয়োগকারীদের শেয়ার বিক্রির হার বেড়েছে ২৪ দশমিক ১০ শতাংশ বা ৯৪ কোটি ৭৩ লাখ টাকার। ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র অনুযায়ী, ফেব্রুয়ারি মাসে বিদেশী পোর্টফোলিওতে শেয়ার বিক্রি হয়েছে ৪৮৭ কোটি ৭২ লাখ টাকার শেয়ার। আর পোর্টফোলিওতে শেয়ার কেনা হয়েছে ৩৯৩ কোটি টাকার শেয়ার। সেই হিসাবে পোর্টফোলিওতে শেয়ার বিক্রি বেড়েছে ৯৪ কোটি ৭৩ লাখ টাকার বা ২৪ দশমিক ১০ শতাংশ। আলোচ্য মাসে বিদেশী পোর্টফোলিওতে লেনদেন হয়েছে ৮৮০ কোটি ৭১ লাখ টাকা। গত জানুয়ারি মাসে যার পরিমাণ ছিল ১ হাজার ১৪৭ কোটি ৬২ লাখ টাকা। সেই হিসাবে বিদেশী পোর্টফোলিওতে লেনদেন কমেছে ২৬৬ কোটি ৯১ লাখ টাকার বা ২৩ দশমিক ২৬ শতাংশ। ফেব্রুয়ারি মাসে নিট বিনিয়োগ কমেছে ৯৪ কোটি ৭৩ লাখ টাকার। জানুয়ারি মাসে বিদেশীরা নিট বিনিয়োগ করেছিলেন ১৮৭ কোটি ২৪ লাখ টাকার। লিন্ডে বিডির রিজার্ভে যোগ হবে ৪৬ শতাংশ মুনাফা অর্থনৈতিক রিপোর্টার ॥ শেয়ারবাজারে তালিকাভুক্ত লিন্ডে বিডির পরিচালনা পর্ষদ ২০১৭ সালের ব্যবসায় মুনাফার ৫৪ শতাংশ লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। যাতে বাকি ৪৬ শতাংশ কোম্পানির রিজার্ভে যোগ হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। লিন্ডে বিডির ২০১৭ সালে শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৬২.৬০ টাকা। আর এই মুনাফার বিপরীতে কোম্পানিটির পর্ষদ ৩৪০ শতাংশ (অন্তর্বর্তীকালীন ২০০ শতাংশ) হারে প্রতিটি শেয়ারে ৩৪ টাকা নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। যা মুনাফার ৫৪ শতাংশ। বাকি ৪৬ শতাংশ কোম্পানির রিজার্ভে যোগ হবে।
×