ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

রসিকের বর্ধিত এলাকা ট্যাক্সমুক্ত রাখার আহ্বান এরশাদের

প্রকাশিত: ০৫:০৫, ৪ মার্চ ২০১৮

রসিকের বর্ধিত এলাকা ট্যাক্সমুক্ত রাখার আহ্বান এরশাদের

নিজস্ব সংবাদদাতা, রংপুর, ৩ মার্চ ॥ জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত এইচ এম এরশাদ বলেছেন,আগামীতে রংপুর সিটি কর্পোরেশনকে (রসিক) কিভাবে উন্নয়ন করা যায় তার চেষ্টা চালিয়ে যাব। তিনি বর্ধিত এলাকা ট্যাক্সের আওতায় না আনার আহ্বান জানিয়ে বলেন, রংপুর নগরীর অনেক এলাকায় রাস্তাঘাট নেই। বর্ধিত এলাকার বেশিরভাগেই কাঁচা রাস্তা। অনেক এলাকায় বিদ্যুত নেই। তাই সেখানকার জনগণের ট্যাক্স মওকুফেরও কথা বলেন। তিনি বলেন, আমি মৃত্যুর আগ পর্যন্ত রংপুরের উন্নয়ন করে যাব, এটা আমার ওয়াদা। শনিবার দুপুরে তিনি রসিক মিলনায়তনে মেয়র ও কাউন্সিলরদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, রংপুরের উন্নয়নে জাতীয় পার্টি সদা প্রস্তুত। রংপুরকে আরও সুন্দর নগরী হিসেবে দেখতে চাই উল্লেখ করে এরশাদ বলেন, শ্যামা সুন্দরী খাল এখন ময়লা-আবর্জনার স্তূপে ভরে গেছে। এই খালে পানিপ্রবাহ নেই। এই খালের পেছনে অনেক টাকা খরচ হয়েছে। সরকার থেকে যে বারাদ্দ দেয়া হয় তা দিয়ে সিটি কর্পোরেশনের কোন উন্নয়ন হয় না। সাবেক রাষ্ট্রপতি এরশাদ বলেন, রংপুর নগরীর অনেক এলাকায় রাস্তাঘাট নেই, আগের মেয়র কোন কাজ করেনি। তাই বর্ধিত এলাকার বেশিরভাগ এলাকায় কাঁচা রাস্তা। ওই এলাকায় বিদ্যুত নেই, পয়ঃনিষ্কাশনের কোন ব্যবস্থা করা হয়নি । তিনি বর্ধিত এলাকাকে ট্যাক্সের আওতায় না আনার জন্য আহ্বান জানান।
×