ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

শ্রবণ ক্ষমতা ধরে রাখতে শব্দ দূষণ প্রতিরোধ জরুরী ॥ অধ্যাপক কামরুল

প্রকাশিত: ০৫:০৫, ৪ মার্চ ২০১৮

শ্রবণ ক্ষমতা ধরে রাখতে শব্দ দূষণ প্রতিরোধ জরুরী ॥ অধ্যাপক কামরুল

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের এ ও বি ব্লকের মধ্যবর্তীস্থল বটতলা থেকে বিশ^ শ্রবণ দিবস উপলক্ষে শনিবার সকাল ৯টায় বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়েছে। র‌্যালি শেষে সকাল সাড়ে ৯টায় বি-ব্লকের শহীদ ডাঃ মিলন হলে সেমিনারের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএসএমএমইউর উপাচার্য অধ্যাপক ডাঃ কামরুল হাসান খান। র‌্যালিতে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডাঃ মোঃ শহীদুল্লাহ সিকদার, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডাঃ মোঃ শারফুদ্দিন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোহাম্মদ আলী আসগর মোড়ল, প্রক্টর হাবিবুর রহমান দুলাল, নাক কান গলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডাঃ কামরুল হাসান তরফদার, বাংলাদেশ সোসাইটি অব অটোলজি-এর সভাপতি অধ্যাপক ডাঃ মোঃ আবুল হাসনাত জোয়ারদার, বাংলাদেশ সোসাইটি অব অটোলজি সাধারণ সম্পাদক অধ্যাপক ডাঃ মোঃ দেলোয়ার হোসেন, ঢাকা মহানগরের ট্রাফিক পুলিশের অতিরিক্ত কমিশনার মীর রেজাউল আলম, পরিবেশ অধিফতরের পরিচালক ফরিদ আলম, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ^বিদ্যালয় নাক কান ও গলা বিভাগের অধ্যাপক ডাঃ বেলায়েত হোসেন সিদ্দিকী, অধ্যাপক ডাঃ এ এইচ এম জহুরুল হক সাচ্চু, অধ্যাপক ডাঃ নাসিমা আখতার, স্টামফোর্ড ইউনির্ভাসিটির অধ্যাপক ড. আহমদ কামরুজ্জামান মজুমদার প্রমুখ উপস্থিত ছিলেন। -বিজ্ঞপ্তি
×