ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নারী দিবস উপলক্ষে উইমেন টেক এক্সপোতে ইয়াফেস ওসমান

সব ক্ষেত্রেই পুরুষের পাশাপাশি এগিয়ে যাচ্ছে নারী

প্রকাশিত: ০৫:০২, ৪ মার্চ ২০১৮

সব ক্ষেত্রেই পুরুষের পাশাপাশি এগিয়ে যাচ্ছে নারী

স্টাফ রিপোর্টার ॥ ‘কারিগরি দিক দিয়ে নারীরা নিজেদেরকে প্রমাণ করে চলেছে। আমাদের আর ভয়ের কোন কারণ নেই। আমরা আমাদের দেশের মেয়েদেরকেও সমানভাবে উন্নত অবস্থায় দেখতে পেরেছি। কাজের ক্ষেত্রে ছেলেদের পাশাপাশি প্রতিযোগিতায় মেয়েরাও অংশগ্রহণ করছে। আর এটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্যই সম্ভব হয়েছে বলে মন্তব্য করেছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ইয়াফেস ওসমান। তিনি বলেন, সর্বশেষ পুলিশ প্যারেডেও আমরা দেখেছি একজন নারীকে নেতৃত্ব দিতে। এগুলো দেখেই আমরা প্রমাণ পাচ্ছি পিছিয়ে থাকার কোন কারণ এখন আর অবশিষ্ট নেই আমাদের। শনিবার ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইডিইবি) অডিটোরিয়ামে নারী দিবস উপলক্ষে আয়োজিত ‘উইমেন টেক এক্সপো ২০১৮’তে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ এক্সপো যৌথভাবে আয়োজন করে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) ও বাংলাদেশ ওম্যান ইন আইটি (বিডব্লিউআইটি)। জনতা ব্যাংকের চেয়ারপারসন ও বিডব্লিউআইটির সভাপতি লুনা শামসুদ্দোহার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- বাংলাদেশ ব্যাংকের এসএমই বিভাগের প্রধান শেখ সেলিম, বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের (বিডিওএসএন) সহ-সভাপতি লাফিফা জামাল, উইমেন ইন ডিজিটালের চেয়ারপারসন আছিয়া নীলা, বিডি ভেঞ্চার বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক শওকত হোসেন প্রমুখ। বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি হচ্ছে তার জনশক্তি। আর এ শক্তিকে আমরা কোনভাবেই ভুল জায়গায় ব্যবহার করে নষ্ট করিনি জানিয়ে স্থপতি ইয়াফেস ওসমান বলেন, এখন অনেক বেশি স্পিরিচুয়াল শক্তি আমাদের মধ্যে আছে। এ শক্তিটাকে পুরোদমে কাজে লাগাতে পারলেই আমরা বিশ্বে উন্নত দেশ হিসেবে মাথা উচু করে দাঁড়াতে পারব। বর্তমান সময়ে যুদ্ধটা অস্ত্রের না উল্লেখ করে তিনি বলেন, ‘বর্তমান যুগে যুদ্ধ হয় সাইবারে বা বুদ্ধিদীপ্ততার সঙ্গে। যেখানে কায়িক পরিশ্রমের চেয়ে মানসিক শ্রমের জায়গাটা বেশি। আর যুদ্ধে আমরা ইতোমধ্যে অবতীর্ণ হয়েছি। আর এই সেক্টরে নারীদের নজরদারি বা অংশগ্রহণ বাড়াতে হবে। কেননা তাদের দৃষ্টি অনেক বেশি তীক্ষ্ম। যা পুরুষদের নেই। তাই এখানে নারীদের অপার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, প্রয়োজনীয় সহায়তা এবং সুন্দর পরিবেশ গড়ে তুলতে পারলে অনেক নারীই নিজেকে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে পারবেন বলে আশাবাদী ‘উইমেন টেক এক্সপো ২০১৮’-তে অংশগ্রহণ করা নারী উদ্যোক্তারা। বর্তমানে নারী উদ্যোক্তার সংখ্যা দিনদিন বেড়ে চলেছে বলে জানান তারা। এক্সপোতে সারাদেশের ৩৫জন নারী উদ্যোক্তা অংশগ্রহণ করেন। দিনব্যাপী চলছে উদ্যোক্তাদের জন্য প্রয়োজনীয় তথ্য ও দিক নির্দেশনামূলক সেমিনার। এতে বক্তা হিসেবে ছিলেন বিভিন্ন ঋণ প্রদানকারী ব্যাংক এবং বিভিন্ন এনজিও’র সংশ্লিষ্ট কর্মকর্তারা। নারীদেরকে উদ্যোক্তা হওয়ার পাশাপাশি আইসিটি খাতে অবদান রাখতে হবে। এ ক্ষেত্রে তারা ঘরে বসেও কাজ করতে পারবেন বলেই এ খাতটি তাদের জন্য খুবই উপযুক্ত বলে মনে করেন উইমেন ইন ডিজিটাল নামক প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা আছিয়া নীলা। এক্সপোতে অংশগ্রহণ করতে পেরে দারুণ আনন্দিত এই নারী উদ্যোক্তা বলেন, আমি কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ালেখা করেছি। এরপর আমি চাকরির জন্য গিয়ে দেখলাম এ খাতে নারীদের অংশগ্রহণ একেবারে নেই বললেই চলে। তাই আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার নারীদের নিয়ে কাজ শুরুু করলাম। এখন আমার সফটওয়্যার ফার্মে ২৫ জন নারী সফটওয়্যার ইঞ্জিনিয়ার রয়েছেন। নারী উদ্যোক্তা বা কর্মক্ষেত্রে নারীদের উপস্থিতি বাড়ানোর ক্ষেত্রেও অবদান রেখে চলেছেন এই নারী উদ্যোক্তা। সে বিষয়ে তিনি বলেন, একটা প্রকট সমস্যা হচ্ছে মেয়েরা শিক্ষিত হয়েও ঘরে থাকতে পছন্দ করে। আমরা এ বিষয়টি নিয়ে কাজ করছি। ঢাকার বাইরেও কাজ করছি। আমাদের একটা ওয়েবসাইট আছে যেখানে মেয়েদের পরামর্শ দেয়া হয় ক্যারিয়ার গঠনের সুবিধার্থে। এ ছাড়া এক্সপোতে স্থান পেয়েছে নারীদের তৈরি হস্তশিল্প, কাপড়, খাবারসহ বিভিন্ন পণ্য।
×