ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পুলিশের সোর্সকে গণপিটুনি

প্রকাশিত: ০৪:১৫, ৪ মার্চ ২০১৮

পুলিশের সোর্সকে গণপিটুনি

সংবাদদাতা, পীরগঞ্জ, ঠাকুরগাঁও, ৩ মার্চ ॥ পীরগঞ্জ বৈরচুনা বাজারে পুলিশের সোর্স, কুখ্যাত মাদক বিক্রেতা ও অসংখ্য অপরাধের হোতা ইব্রাহীমকে স্থানীয় জনতা গণপিটুনি দিয়েছে। জগন্নাথপুর পুলিশ ক্যাম্পে সোর্স হিসেবে কাজ করে বিভিন্ন অপকর্ম করায় ইব্রাহীমের বিরুদ্ধে এলাকার জনগণ উত্তেজিত হয়ে ওঠে। বৈরচুনা বাজারে ভারতী ফার্মেসি মালিক অনিল চন্দ্র রায়ের দোকানে শুক্রবার এক বোতল ফেনসিডিল ঢুকিয়ে দিয়ে ইব্রাহীম তার কাছ থেকে ৫ হাজার টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দিলে ব্যবসায়ী অনিলকে মাদক মামলা দিয়ে হয়রানি করবেন বলে হুমকি দেয়। নিরুপায় হয়ে ঐ ব্যবসায়ী ইব্রাহীমকে ২ হাজার টাকা দেয়। এ ঘটনা এলাকায় ছড়িয়ে পড়লে শুক্রবার সন্ধ্যায় বৈরচুনা বাজারে সহস্রাধিক মানুষ জমায়েত হয়। বটগাছের নিচে সন্তান প্রসব নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ, ৩ মার্চ ॥ এবার কন্যা সন্তানের জন্ম দিলেন এক হতভাগী পাগলী। স্থানীয় দাই আমেনা খাতুনের সহযোগিতায় নাম-পরিচয়হীন পাগলী শনিবার ভোরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া বাজারের বটবৃক্ষের নিচে কন্যা সন্তান প্রসব করেন। সদ্য ভুমিষ্ঠ হওয়া নবজাতকটির নাম রাখা হয়েছে একা। মা ও নবজাতক সন্তান সুস্থ রয়েছেন। পাগলী ও তার সন্তানকে এক নজর দেখতে উৎসুক জনতা ভিড় করছেন। দাই আমেনা খাতুন বলেন, শনিবার কাকডাকা ভোরে মহিলা কণ্ঠের চিৎকার শুনে কায়েতপাড়া বাজারে যান। প্রসব ব্যথায় এক অচেনা পাগলীকে কান্না করতে দেখে তিনি পাশে দাঁড়ান। ভোর ৪টায় ঐ পাগলীর কোলজুড়ে কন্যা সন্তান নেমে আসেন। নবজাতক সন্তানকে দেখে পাগলী খুশিতে আনন্দিত হয়ে উঠেন। এ সময় কয়েকজন মহিলা সন্তানকে কোলে নিতে চাইলে পাগলী তার সন্তানকে বুকের সঙ্গে জাপটে ধরে রাখেন।
×