ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রাজৈরে পূজার অনুষ্ঠানে হামলা ॥ আহত ৭

প্রকাশিত: ০৪:১৩, ৪ মার্চ ২০১৮

রাজৈরে পূজার অনুষ্ঠানে হামলা ॥ আহত ৭

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর, ৩ মার্চ ॥ রাজৈর উপজেলার পাইকপাড়া ইউনিয়নের দিঘলিয়া-কাশিমপুর গ্রামে শুক্রবার রাতে পুলিন ম-লের বাড়িতে কালীপূজার অনুষ্ঠানে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। পরে গভীর রাতে রাজৈর থানা পুলিশের পাহারায় পূজা অনুষ্ঠিত হয়। হামলায় কমপক্ষে মহিলাসহ ৭ জন আহত হয়েছে। জানা গেছে, পাইকপাড়া ইউনিয়নের দিঘলিয়া-কাশিমপুর গ্রামে পুলিন ম-লের বাড়িতে প্রায় ৫০ বছর আগে থেকে কালীপূজা অনুষ্ঠিত হয়ে আসছে। এবছর তারা যথারীতি পূজার আয়োজন করে। শুক্রবার ছিল পূজার নির্ধারিত দিন। পূজা উপলক্ষে সাউন্ডবক্স আনা হয়েছিল। চলছিল পারিবারিক নাচ ও গান। এ সময় পাশর্^বর্তী বাসুদেবপুর গ্রামের কিছু বখাটে এসে মেয়েদের উত্ত্যক্ত করাসহ উচ্ছৃঙ্খল কাজে লিপ্ত হয়। এসব কর্মকা- দেখে পাশের সত্যবতী গ্রামের কিছু লোক তাদের নিষেধ করলে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। পরে বাসুদেবপুর গ্রামের হুমায়ুন মুন্সীর ছেলে আরিফ ও নসু মাতুব্বরের ছেলে কাদেরের নেতৃত্বে কতিপয় ব্যক্তি রাত ৯টার দিকে পুলিন ম-লের বাড়িতে হামলা চালায়। এ সময় শুশীলা ম-ল, পুলিন ম-ল, শংকর ম-ল, শেফালী ম-ল, খুশি ম-ল, আশা ম-ল ও বেলা ম-লকে পিটিয়ে আহত করে। যশোরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ শিশু সন্তানের সামনে যশোর নগর বিএনপির সহ-সম্পাদক জাহিদ হোসেন খান অনুকে (৪৫) কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। শনিবার বেলা ১২টার দিকে শহরের খড়কি আপনের মোড়ে এ ঘটনা ঘটে। আহত অনু খড়কি ব্রাহ্মণপাড়ার মোজাম্মেল হোসেন মজুর ছেলে। আহত অনু জানায়, বেলা ১২টার দিকে পাঁচ বছরের ছেলে তামিমকে স্কুল থেকে মোটরসাইকেলে করে বাসায় নিয়ে আসছিল। পথিমধ্যে খড়কি আপনের মোড় এলাকায় পৌঁছলে ভুট্টোর নেতৃত্বে ৪-৫ দুর্বৃত্ত তাকে থামতে বলে। মোটরসাইকেল থামানোর সঙ্গে সঙ্গেই সন্ত্রাসীরা এলোপাতাড়ি কুপিয়ে অনুকে জখম করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে।
×