ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সিএফএ স্বীকৃতি পেল নর্থ সাউথ ইউনিভার্সিটি

প্রকাশিত: ০৪:১২, ৪ মার্চ ২০১৮

সিএফএ স্বীকৃতি পেল নর্থ সাউথ ইউনিভার্সিটি

বাংলাদেশের প্রথম কোন বেসরকারী বিশ্ববিদ্যালয় হিসেবে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ‘বিবিএ ইন ফিন্যান্স প্রোগ্রাম’ চার্টার্ড ফিন্যান্সিয়াল এনালিস্ট (সিএফএ) ইন্সটিটিউটের স্বীকৃতি পেল। সিএফএ প্রোগ্রামটি শিক্ষার্থীদের চার্টার্ড ফিন্যান্সিয়াল এনালিস্ট হতে সহযোগিতা করে যা বর্তমান বিশ্বে সর্বাধিক সম্মানীয় পেশা হিসেবে স্বীকৃত। সংশ্লিষ্ট বিষয়ের শিক্ষার্থীরা এনএসইউ সিএফএ স্বীকৃত প্রোগ্রামে তালিকাভুক্তির কারণে চাকরি বাজারে আরও বেশি সমাদৃত হবে। এ প্রোগ্রামে বাস্তবিক অর্থে হাতে কলমে শিক্ষা দেয়া হয় এবং শিক্ষার্থীদের সিএফএ পরীক্ষায় ভাল ফলের জন্য উপযুক্ত করে গড়ে তোলা হয়। এর ফলে, নর্থ সাউথ ইউনিভার্সিটি প্রতি বছর সিএফএ প্রোগ্রামের জন্য সীমিত সংখ্যক ছাত্রবৃত্তি প্রদান করতে পারবে। উল্লেখ্য যে, এনএসইউ শিক্ষার্থীদের একটি দল ২০১৭-১৮ সালে সিএফএ ইনস্টিটিউট রিসার্চ চ্যালেঞ্জে জয় লাভ করে এবং মালয়েশিয়ায় অনুষ্ঠিত এশিয়া প্যাসিফিক আঞ্চলিক চূড়ান্ত প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে।-বিজ্ঞপ্তি ঝিনাইদহে সংঘর্ষ ॥ আহত ১৫, বিশ বাড়ি ভাংচুর নিজস্ব সংবাদদাতা, ঝিনাইদহ, ৩ মার্চ ॥ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঝিনাইদহে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ ১৫ জন আহত হয়েছে। ভাংচুর করা হয়েছে ২০টি বাড়ি। শনিবার সকালে সদর উপজেলার সীতারামপুর, পরানপুর ও চন্দ্রদানী গ্রামে এ ঘটনা ঘটে। বিবদমান দু’গ্রুপই আওয়ামী লীগের কর্মী ও সমর্থক। পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে আধিপত্য নিয়ে সদর উপজেলার হরিশঙ্করপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাসুম ও পরাজিত বিদ্রোহী প্রার্থী সাবেক চেয়ারম্যান খন্দকার ফারুকুজ্জামান ফরিদের মধ্যে বিরোধ চলে আসছিল। সকালে সীমরামপুর গ্রামে উভয় পক্ষের দুইজন সমর্থকের মধ্যে বাগ্বিত-া হয়। এরই জের ধরে উভয় পক্ষের লোকজন ঢাল, ভেলা, লাঠি-সোঠা নিয়ে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সেসময় ভাংচুর করা হয় অন্তত ২০ টি বাড়ি। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
×