ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

স্কুলে যেতে দেরি হওয়ায় ছাত্রীকে পিটিয়ে আহত

প্রকাশিত: ০৪:১১, ৪ মার্চ ২০১৮

স্কুলে যেতে দেরি হওয়ায় ছাত্রীকে পিটিয়ে আহত

স্টাফ রিপোর্টার, নরসিংদী ॥ স্কুলে আসতে বিলম্ব হওয়ায় সাথী আক্তার (১৫) নামে ৮ম শ্রেণীর ছাত্রীকে পিটিয়ে গুরুতর আহত করেছে শিক্ষক আঃ মান্নান। সদর উপজেলার দুর্গম চর এলাকা আলোকবালী ইউনিয়নের আলোকবালী আঃ মান্নান উচ্চ বিদ্যালয়ে শনিবার সকালে এ ঘটনা ঘটে। জানা গেছে, ওই স্কুলের প্রধান শিক্ষক মোঃ জয়নাল আবেদীনের নির্দেশে সহকারী শিক্ষক আঃ মান্নান ঘটনার দিন সকাল সোয়া ১০টায় ছাত্রী সাথী আক্তারকে প্রধান শিক্ষকের কক্ষে নিয়ে যায়। সেখানে বিলম্বে স্কুলে আসার কারণ জিজ্ঞাসার সঙ্গে সঙ্গে ছাত্রী সাথী আক্তারকে বেধড়ক প্রহার করে সহকারী শিক্ষক আঃ মান্নান। এতে ছাত্রী সাথী আক্তার অজ্ঞান হয়ে পড়ে। পরে তাকে নরসিংদী সদর হাসপাতালে এনে ভর্তি করা হয়। শিক্ষকের প্রহারে আহত স্কুলছাত্রী সাথীর মা নয়নমনি বেগম জানান, দীর্ঘ ১০ বছর যাবত সাথীর পিতা নিখোঁজ। এমতাবস্থায়, অত্যন্ত কষ্ট করে সাথীকে লেখাপড়া করানো হচ্ছে। শনিবার সকালে সাংসারিক কাজ শেষে স্কুলে যেতে কিছুটা দেরি হওয়ায় আঃ মান্নান স্যার আমার মেয়েকে পিটিয়ে গুরুতর আহত করেন। স্কুলের প্রধান শিক্ষক জয়নাল আবেদিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিষয়টি মীমাংসা করার জন্য পরিচালনা কমিটির সভাপতি এবং ইউপি চেয়ারম্যান দায়িত্ব নিয়েছেন।
×