ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

কক্সবাজারে বাস-মাইক্রো ত্রিমুখী সংঘর্ষে নিহত চার

প্রকাশিত: ০৪:১০, ৪ মার্চ ২০১৮

কক্সবাজারে বাস-মাইক্রো ত্রিমুখী সংঘর্ষে নিহত চার

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে শ্যামলী বাস ও দুই মাইক্রোবাসের ত্রিমুখী সংঘর্ষে চারজন নিহত ও ৫জন আহত হয়েছে। শনিবার সকাল সাড়ে ৭টায় চকরিয়ার হারবাং গয়ালমারায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, ওভারটেক করতে গিয়ে যাত্রীবাহী শ্যামলী পরিবহনের একটি বাস ও দুটি নোয়া মাইক্রোবাসের ত্রিমুখী সংঘর্ষে কলেজ ছাত্রসহ ৪ জন নিহত হয়েছে। আহতদের চকরিয়ার বিভিন্ন হাসপাতালে ভর্তি ও আশঙ্কাজনক অবস্থায় দুই জনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতরা হলেন-উখিয়ার দরগাবিলের বাদশা মিয়ার পুত্র আলি আকবর (১৯), একই উপজেলার হাতিমোরার মীর আহম্মদের পুত্র সাহাবুদ্দিন (১৮), একই এলাকার গফুর মিয়ার পুত্র হারুনুর রশীদ (১৬) ও রামু খুনিয়াপালং এলাকার শামছুল আলমের পুত্র মাইক্রোবাস চালক জয়নাল আবেদিন (২৫)। চকরিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জানান, যাত্রীবাহী একটি বাস কক্সবাজারের দিকে যাচ্ছিল। পথিমধ্যে বাসটি হারবাংয়ের গয়ালমারায় পৌঁছলে পেছন থেকে একটি নোয়া মাইক্রোবাস ওভারটেক করতে গিয়ে চট্টগ্রামমুখী আরেকটি নোয়া মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় শ্যামলী বাসটি খাদে পড়ে যায়। ত্রিমুখী সংঘর্ষে ঘটনাস্থলেই তিনজন মারা যান। আরেকজন হাসপাতালে মারা গেছে। আহত হয়েছেন আরও কয়েকজন। মাদারীপুরে যুবক নিজস্ব সংবাদদাতা মাদারীপুর থেকে জানান, শনিবার দুপুরে শিবচরে ঢাকা-খুলনা মহাসড়কের হাজী শরীয়াতুল্লাহ সেতুর পাশে একটি যাত্রীবাহী লোকাল বাস খাদে পরে বাসের হেলপার মফিজউদ্দিন নামের এক যুবক নিহত হয়েছে। এ দুর্ঘটনায় ৮ যাত্রী আহত হয়েছে। ভাঙ্গা থেকে কাঁঠালবাড়িগামী লোকাল বাসটি দুপুর ২ টার দিকে হাজী শরিয়তুল্লাহ সেতুর টোলপাজার সামনে রাস্তার পাশে বালুর মধ্যে একটি চাকা আটকে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। গাজীপুরে এক ব্যক্তি স্টাফ রিপোর্টার গাজীপুর থেকে জানান, কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মৌচাক এলাকায় শনিবার অজ্ঞাত গাড়ি চাপায় এক ব্যক্তি নিহত হয়েছে। উদ্ধারকৃত আনুমানিক ৪০ বছর বয়সী ওই লাশের পরিচয় পাওয়া যায়নি। পরনের কাপড় দেখে নিহত ব্যক্তি মানসিক প্রতিবন্ধী বলে ধারণা করছে পুলিশ। সালনা-কোনাবাড়ি হাইওয়ে থানার ওসি বাসু দেব সিনহা জানান, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে মৌচাক এলাকায় গাড়ি চাপায় অজ্ঞাত ওই ব্যক্তির মৃত্যু হয়। মাধবপুরে মোটর সাইকেল চালক সংবাদদাতা মাধবপুর,হবিগঞ্জ থেকে জানান, ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার জগদীশপুর(মুক্তিযোদ্ধা চত্বর) বাসের সঙ্গে সংঘর্ষে সাইফুল ইসলাম (১৮) নামে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। শনিবার বিকেল সাড়ে ৩ টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ওইদিন বিকেলে উপজেলার বেজুড়া গ্রামের মফিজ মিয়ার ছেলে সাইফুল ইসলাম মোটরসাইকেল দিয়ে বেজুড়াবাড়ি যাবার পথে মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় পৌঁছলে সিলেটগামী ইউনিক পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। আখাউড়ায় হেলপার স্টাফ রিপোর্টার ব্রাহ্মণবাড়িয়া থেকে জানান, আখাউড়ায় ট্রাক্টরের নিচে চাপা পড়ে সুমন মিয়া (২৭) নামে এক হেলপার নিহত হয়েছেন। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের ধরখার বাসস্ট্যান্ডের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত সুমন ধরখার গ্রামের শুক্রর আলীর ছেলে। পুলিশ জানায়, দুপুরে ট্রাক্টরের হেলপার সুমন চলন্ত গাড়ি থেকে নামতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ির চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায়।
×