ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

মাদারীপুরে আধিপত্য নিয়ে আওয়ামী লীগের দুই গ্রুপে সংঘর্ষ

প্রকাশিত: ০৪:১০, ৪ মার্চ ২০১৮

মাদারীপুরে আধিপত্য নিয়ে আওয়ামী লীগের দুই গ্রুপে সংঘর্ষ

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর, ৩ মার্চ ॥ সদর উপজেলার শকুনি-হাজীর হাওলা এলাকায় শুক্রবার রাতে ক্রিকেট খেলা ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় আওয়ামী লীগের একটি শাখা অফিসে হামলা চালিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান ও উপজেলা পরিষদের চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খানের ছবি ভাংচুর করা হয়। এ সময় এলাকায় কয়েকটি বসতঘরে হামলা চালিয়ে ভাংচুর করা হয়। এ হামলা দুই মহিলা আহত হয়েছে। জানা গেছে, সদর উপজেলার ২নং শকুনি-হাজীর হাওলা এলাকায় শুক্রবার বিকেলে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আহম্মেদ-জাকির গ্রুপের সমর্থকদের সঙ্গে আওয়ামী লীগের অপর গ্রুপ দেলোয়ার মুন্সী-কালাম দারোগার সমর্থকদের সঙ্গে বাগ্বিত-া হয়। পরে রাত ৯টার দিকে ইলিয়াস-জাকির গ্রুপের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দেলোয়ার মুন্সীর সমর্থকদের বাড়িঘরে হামলা চালিয়ে ভাংচুর করে। এসময় শকুনি-হাজীর হাওলা এলাকায় আওয়ামী লীগের একটি শাখা অফিসে হামলা চালিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান ও উপজেলা পরিষদ চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খানের ছবি ভাংচুর করা হয়। এ সময় আতাউর মুন্সী ও আমিনুল সরদারের বসতঘর ভাংচুর করা হয়েছে। শনিবার সকালে পুনরায় ইলিয়াস-জাকির গ্রুপের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হাজির হাওলা এলাকার মিজু জমাদার, মোশাররফ জমাদার, মুজিবর জমাদার, বাচ্চু জমাদার, আতিকুর জমাদার, নূরু জমাদার, হালান দারোগা, জয়নাল দারোগা, মহব্বত আলী দারোগার বসতঘরসহ ১০/১২টি দোকান ভাংচুর করা হয়। এ সময় রাশিদা বেগম (৩৫) ও নাজমা বেগম (২৭) আহত হয়।
×