ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

গৃহবধূ বৃদ্ধ কৃষক ও যুবক খুন

প্রকাশিত: ০৪:১০, ৪ মার্চ ২০১৮

গৃহবধূ বৃদ্ধ কৃষক ও যুবক খুন

জনকণ্ঠ ডেস্ক ॥ কুড়িগ্রামে শ্বাসরোধে গৃহবধূ ও বৃদ্ধ, ব্রাহ্মণবাড়িয়ায় কৃষক, সাভারে যুবক নিহত হয়েছে। টাঙ্গাইল, মাধবপুর ও নান্দাইলে তিন লাশ উদ্ধার করা হয়েছে। খবর স্টাফ রিপোর্টার, নিজস্ব সংবাদদাতা ও সংবাদদাতাদের। কুড়িগ্রাম পুকুরে মাটি কাটাকে কেন্দ্র করে বউ,শাশুড়ি ও জার সঙ্গে ঝগড়া-বিবাদের পর চার মাসের অন্তঃসত্তা এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং শ্বশুর,ভাসুরকে আটক করে। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে উপজেলার বজরা ইউনিয়নের কাশিমবাজার গ্রামে। জানা গেছে, উলিপুর পৌরসভার খাওনার দরগাহ ভাটিয়াপাড়া গ্রামের মৃত সামাদ হোসেনের কন্যা সান্তনা বেগমের সঙ্গে উপজেলার কাশিমবাজার গ্রামের মহিরুদ্দিনের পূত্র সামিউলের সঙ্গে ৭ বছর পূর্বে বিয়ে হয়। এর পর সামিউল স্ত্রীকে বাড়িতে রেখে কর্মস্থল ঢাকায় চলে যায়। স্বামীর অনুপস্থিতে শাশুড়ি, জা ও ননদ মিলে প্রতিনিয়ত গৃহবধূর ওপর অমানবিক নির্যাতন চালিয়ে আসত। গত শুক্রবার বিকেলে সান্তনা বেগম (২৮) পুকুরের মাটি আনতে গেলে শাশুড়ির সঙ্গে কথা কাটিকাটি হয়। তার শাশুড়ি রুপসী, জা রুপিয়া, ননদ রওশনারা তাকে বেধড়ক মারধর করার এক পর্যায়ে গলা চেপে ধরলে তার মৃত্যু হয়। ঘটনা বেগতিক দেখে শ্বশুরবাড়ির লোকজন তার মুখে বিষ ঢেলে মৃত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্য ঘোষণনা করলে শ্বশুরবাড়ির লোকজন লাশ ফেলে পালিয়ে যায়। এদিকে চিলমারীতে পারিবারিক দ্বন্দ্বের জের ধরে ছামাদ প্রামাণিক (৫৫) নামে একজনকে শ^াসরোধে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এলাকাবাসী লাইলী বেগম, ছবিলা বেগম ও শিল্পী খাতুন নামে তিন নারীকে আটক করে পুলিশে সোপর্দ করে। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত সাড়ে ৯টায় উপজেলার নয়ারহাট ইউনিয়নের গয়নার পটল এলাকায়। শনিবার দুপুর মৃতদেহের ময়নাতদন্তের জন্য কুড়িগ্রামে প্রেরণ করা হয়েছে। নয়ারহাট ইউনিয়নের চেয়ারম্যান আবু হানিফা ও এলাকাবাসী জানায়, ছামাদ প্রামাণিকের সঙ্গে তার স্ত্রী লাইলী বেগমের প্রায়ই ঝগড়া-বিবাদ লেগে থাকত। ঘটনার দিন শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে দুজনের মধ্যে ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে লাইলী বেগমকে মারধর করার সময় তার ছোট ভাই হক খা, তার বেয়াই সাবেক মেম্বার নওছেল, তার স্ত্রী সাবেক সংরক্ষিত ওয়ার্ড মহিলা মেম্বার সবিলা বেগম ও হক খার মেয়ে শিল্পী ছামাদ প্রামাণিককে মারধর ও শ^াসরোধ করে। চিৎকার শুনে এলাকাবাসী ওই বাড়িতে এসে ছামাদ প্রামাণিকের মৃতদেহ দেখার পর তারা লাইলী বেগম, ছবিলা বেগম ও শিল্পী খাতুনকে আটক করে। এ সময় হক খা ও নওছেল মেম্বার পালিয়ে যায়। ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে জমি নিয়ে পূর্ব বিরোধের জের ধরে একজন নিহত হয়েছে। এ ঘটনায় ৫জন আহত হয়েছে। নিহতের নাম দুলাল মিয়া (৪৫)। শনিবার ভোরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় কয়েকটি বাড়ি-ঘর ভাংচুরের ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষ্যদর্শীরা জানায়, উপজেলার লক্ষীপুর গ্রামের বসু মিয়ার গোষ্ঠী ও মুসলিম মিয়ার গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরেই ভোরে দুলাল কৃষি জমিতে যাবার সময় বসু মিয়ার লোকজন ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে হত্যা করে। নিহত দুলাল একই গ্রামের মনসুর মিয়ার ছেলে। সাভার সাভারে অজ্ঞাত (২০) এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার ভোর রাতে পৌর এলাকার বাড্ডা ভাটপাড়া মহল্লার বালুর মাঠে এ ঘটনা ঘটে। জানা গেছে, এদিন ভোরে অজ্ঞাত ওই যুবককে ছুরিকাঘাতে হত্যা করে দুর্বৃত্তরা তার মৃতদেহ বালুর মাঠে ফেলে রেখে যায়। সকালে স্থানীয়দের সংবাদের ভিত্তিতে পুলিশ মৃতদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করে। সাভার মডেল থানার এসআই ফরহাদ হোসেন জানান, নিহত যুবকের সারা শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। অপরদিকে, একইদিন সকালে সাভারের লালটেক এলাকার একটি বাড়ি থেকে অজ্ঞাত এক তরুণীর (১৯) মৃতদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করে পুলিশ। টাঙ্গাইল টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু পূর্ব মহাসড়কের কালিহাতী উপজেলার জোকার চর এলাকায় বালুর স্তুূপ থেকে অজ্ঞাত (৩৮) ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার দুপুরে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা পুলিশ লাশ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। মাধবপুর, হবিগঞ্জ মাধবপুর উপজেলার আখাউড়া সিলেট রেল সেকশনের শাহপুর ৪৮ নং ব্রিজের নিচ থেকে অজ্ঞাত (৫০) এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে তেলিয়াপাড়া ফাঁড়ি পুলিশ লাশ উদ্ধার করে। জানা যায়, ওইদিন সকালে স্থানীয় লোকজন শাহপুর ব্রিজের নিচে একটি লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে । নান্দাইল, ময়মনসিংহ নান্দাইল মডেল থানা পুলিশ শনিবার দুপুরে অজ্ঞাত এক নারীর (৪২) লাশ উদ্ধার করেছে। লাশটি কিশোরগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। স্থানীয় লোকজন জানান, উপজেলার রাজগাতী ইউনিয়নের পাছদরিল্লা গ্রামের দুল্লি বিলের জনৈক মহির উদ্দিনের পতিত জমির ওপর নারীর লাশটি পড়ে থাকতে দেখে গ্রামের লোকজন থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে যায়।
×