ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পরিবার পরিকল্পনা মেলা

প্রকাশিত: ০৪:০৯, ৪ মার্চ ২০১৮

পরিবার পরিকল্পনা মেলা

স্টাফ রিপোর্টার, পঞ্চগড় ॥ পঞ্চগড়ে দুই দিনব্যাপী পরিবার পরিকল্পনা মেলা শুরু হয়েছে। শনিবার দুপুরে পঞ্চগড় সরকারী অডিটোরিয়াম চত্বরে জেলা পরিবার পরিকল্পনা অধিদফতরের আয়োজনে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুল আলীম খান ওয়ারেসী। এ সময় বক্তব্য রাখেন পঞ্চগড়ের অতিরিক্ত পুলিশ সুপার এটিএম শাহীন আহম্মেদ, জেলা পরিবার পরিবার পরিকল্পনা অধিদফতরের উপ-পরিচালক মোজাফ্ফর হোসেন, পঞ্চগড় সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাবিহা কবীর, তেঁতুলিয়া উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাহিনুজ্জামান শিশির, এনজিও প্রতিনিধি এ কে আজাদ । মুক্তিযুদ্ধ বিষয়ক বই বিতরণ নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল, ৩ মার্চ ॥ ‘মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে সামনে চলি, নতুন প্রজন্মের সোনার বাংলা গড়ি’ শ্লোগান সামনে নিয়ে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে নাগরপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল। এরই ধারাবাহিকতায় শনিবার দুপুরে উপজেলার সহবতপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে মুক্তিযুদ্ধভিত্তিক বই বিতরণ, সমাবেশ ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। পাকিস্তানী হানাদার বাহিনীর বর্বরতা ও মুক্তিযোদ্ধের বীরত্বের ইতিহাসসহ বাঙালীর মুক্তির সংগ্রামের প্রাণপুরুষ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে অবহিত করার লক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সুজায়েত হোসেন, সহবতপুর উচ্চ বিদ্যালয় কমিটির সভাপতি আনিছুর রহমান আনিছ এবং বিটিভির সংবাদকর্মী আছাব মাহমুদ প্রমুখ। সমাবেশ শেষে শিক্ষার্থীদের নিয়ে একটি শোভাযাত্রা বের করা হয়।
×