ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ফরিদপুরে বিদ্যুত স্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যু

প্রকাশিত: ০৪:০৯, ৪ মার্চ ২০১৮

ফরিদপুরে বিদ্যুত স্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ৩ মার্চ ॥ বিদ্যুতস্পৃষ্ট হয়ে মারা গেছে সোহেল শেখ (১৮) নামে এক কিশোর। শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে চরভদ্রাসন উপজেলার হাজিগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে। মৃত্যুবরণকারী সোহেল শেখ ফরিদপুর সদরের আলীয়াবাদ ইউনিয়নের বিলমাহমুদপুর মহল্লার নতুনডাঙ্গি গ্রামের আইউব শেখের ছেলে। সোহেল ফরিদপুর শহরের টেপাখোলা এলাকার ফরহাদ সাউন্ড নামের একটি সাউন্ড সিস্টেমের দোকানে মাইকম্যান হিসেবে কাজ করত। জানা যায়, শুক্রবার রাতে হাজীগঞ্জ বাজারে বার্ষিক ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়। ওই মাহফিল উপলক্ষে ওই বাজারের বিভিন্ন গাছে মাইক বাধা হয়। ওয়াজ মাহফিল শেষ হলে রাত আড়াইটার দিকে মাইকম্যান সোহেল বাজারের একটি বড় কড়াইগাছে বাধা মাইক খুলতে নামে। ওই গাছের ডালের মধ্যে দিয়ে পল্লী বিদ্যুতের ১১ হাজার ভোল্টের তার টানা ছিল। ফরহাদ মাইক খুলে নামার সময় অসাবধানতাবশত বিদ্যুতের তারে ছোঁয়া লাগায় বিদ্যুতস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। বিদ্যুতস্পৃষ্ট হয়ে সোহেল বড় কড়ই গাছেই ঝুলে ছিল। মন্দিরের প্রতিমা ভাংচুর ॥ যুবক আটক স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ এনায়েতপুরে থানার খুকনীতে কালি মন্দিরের প্রতিমা ভাংচুরের ঘটনায় শনিবার ভোরে জনতার হাতে আলামিন হোসেন (২৫) নামের একজন আটক হয়েছে। তার বাড়ি সোনাতলা গ্রামে। এনায়েতপুর থানার ওসি রাশেদুল ইসলাম বিশ্বাস ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাতে খুকনী সার্বজনীন কালী মাতা মন্দিরের সামনে থাকা মহাদেব প্রতিমা ভেঙ্গে পিছনে ফেলে রেখে দুর্বৃত্তরা পালিয়ে যায়। শনিবার ভোরে মন্দিরটির প্রতিমাগুলো আবারও ভাঙতে আসলে পাড়ার সনাতন ধর্মাবলম্বীরা এগিয়ে আসে আলামিনকে আটক করে। তার সহযোগীরা পালিয়ে যায়। সকাল ১০টার দিকে তাকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
×