ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

রূপগঞ্জে ঢাবি ছাত্র হত্যার দ্রুত বিচার দাবি

প্রকাশিত: ০৪:০৯, ৪ মার্চ ২০১৮

রূপগঞ্জে ঢাবি ছাত্র হত্যার দ্রুত বিচার দাবি

নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ, ৩ মার্চ ॥নারায়ণগঞ্জের রূপগঞ্জ ঢাকা বিশ^বিদ্যালয় শিক্ষার্থী পারভেজ আহাম্মেদ জয় হত্যার বিচার চেয়ে এলাকাবাসী মানববন্ধন কর্মসূচী পালন করেছেন। শনিবার সকালে উপজেলার রূপসী এলাকায় এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। এতে এলাকার শতাধিক নারী-পুরুষ উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বলেন, বড়ালু এলাকার মেঘনা সমবায় শ্রমজীবী সমিতির শারমিন আক্তার, সোহাগ মিয়া ও জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করা হলেও বাকি আসামিরা ধরা-ছোঁয়ার বাইরে রয়েছে। প্রশাসন এখনও পর্যন্ত আসামিদের গ্রেফতার করতে পারেনি। মামলার বাদীকে বিভিন্নভাবে আসামি পক্ষের লোকজন হুমকি-ধমকি দিয়ে আসছেন। এর আগে, গত ২২ জানুয়ারি দুপুরে বড়ালু এলাকার শীতলক্ষ্যা নদী থেকে পারভেজ আহাম্মেদ জয়ের লাশ উদ্ধার করা হয়। পারভেজ আহাম্মেদ জয় বড়ালু এলাকার জয়নাল আবেদীনের ছেলে। এ ছাড়া তিনি ঢাকা বিশ^বিদ্যালয়ের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী। তিনি স্থানীয় মেঘনা সমবায় শ্রমজীবী সমিতিতে চাকরি করে আসছিলেন। পিকনিকে যেতে বাধা দেয়ায় ছাত্রীর আত্মহত্যা নিজস্ব সংবাদদাতা, নাটোর, ৩ মার্চ ॥ পিকনিকে যেতে বাধা দেয়ায় পরিবারের সদস্যদের ওপর অভিমান করে গ্যাস ট্যাবলেট খেয়ে মিম খাতুন (১৩) নামে অষ্টম শ্রেণীর এক ছাত্রী আত্মহত্যা করেছে। শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার নলডাঙ্গা গাঙ্গপাড়ায় এ ঘটনা ঘটে। মিম খাতুন ওই গ্রামের আবুল হোসেনের মেয়ে ও নলডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী। জানা যায়, শনিবার পার্শ¦বর্তী একটি বিদ্যালয় থেকে বার্ষিক বনভোজনে যাওয়ার কথা ছিল মিমের। কিন্তু তার পরিবারের লোকজন তাকে পিকনিকে যেতে বাধা দেয়। এতে মিম পরিবারের লোকজনদের ওপর অভিমান করে শুক্রবার বিকেল ৫টার দিকে সবার অগাচরে গ্যাস ট্যাবলেট খায়। পরে পরিবারের লোকজন বিষয়টি বুঝতে পেরে তাকে উদ্ধার করে ওই দিনই রাত ৯টার নাটোর সদর হাসপাতালে নেয়ার পথে মিমের মৃত্যু হয়। শনিবার সকালে পুলিশ স্কুল ছাত্রী মিমের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠায়।
×