ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নিরাপত্তা বাহিনীর আট সদস্য ও আট জঙ্গী নিহত

বুরকিনা ফাসোর সামরিক দফতর ও ফরাসী দূতাবাসে হামলা

প্রকাশিত: ০৪:০৩, ৪ মার্চ ২০১৮

বুরকিনা ফাসোর সামরিক দফতর ও ফরাসী দূতাবাসে হামলা

পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোর রাজধানী ওয়াগাদুগুতে শুক্রবার সামরিকবাহিনীর সদর দফতর এবং ফরাসী দূতাবাসসহ কয়েকটি টার্গেটে হামলা চালিয়েছে বন্দুকধারীরা। এ ঘটনায় ৮ হামলাকারী ও নিরাপত্তাবাহিনীর ৮ সদস্য নিহত হয়েছে। এছাড়াও এ হামলায় বেসামরিক নাগরিকসহ ৮০ জন আহত হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। অন্যান্য খবরে নিহতের সংখ্যা আরও বেশি বলা হয়েছে। ফরাসী রাষ্ট্রদূত শুক্রবারের সমন্বিত এ হামলাকে ‘সন্ত্রাসী’ হামলা বলে অভিহিত করেছেন। এক ফরাসী কূটনীতিক জানিয়েছেন, দূতাবাসের পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। মাত্র দু’বছরের মধ্যে বুরকিনা ফাসোতে এটি তৃতীয় বড় ধরনের হামলা। এ হামলার দায় তাৎক্ষণিকভাবে কেউ স্বীকার করেনি। তবে এর আগের হামলাগুলো চালিয়েছিল জঙ্গী গোষ্ঠী আল কায়েদার মিত্র দলগুলো। জঙ্গীদের বিরুদ্ধে আঞ্চলিক লড়াইয়ে বুরকিনা ফাসো অংশ নেয়ার জবাবে দেশটিতে জঙ্গীরা এসব হামলা চালাচ্ছে। বন্দুকধারীরা শুক্রবার সকাল ১০টার দিকে মুখোশ পরে সামরিক সদর দফতরে হামলা চালিয়েছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। তারা বিস্ফোরণেরও শব্দ শুনতে পাওয়ার কথা জানায়। ঘটনাস্থলের ছবিতে আকাশে কালো ধোঁয়া উড়তে দেখা গেছে। প্রত্যক্ষদর্শীরা অস্ত্রধারীদের গাড়ি থেকে নেমে গুলি ছুড়তে ছুড়তে দূতাবাসের দিকে যেতে দেখেছেন। থেমে থেমে গুলির আওয়াজ শোনা গেছে এবং এক হামলাকারীকে শহরের প্রধান বাজারে ঘেরাও করা হয় বলে জানিয়েছে পুলিশ। হামলা কারা চালিয়েছে তা জানা না গেলেও বুরকিনা ফাসোর তথ্যমন্ত্রী রাষ্ট্রীয় টিভি কে বলেছেন, এটি যে সন্ত্রাসী হামলা সে ইঙ্গিত স্পষ্ট। এতে দুই পুলিশ কর্মকর্তা নিহত এবং মোট ৫০ জন আহত হওয়ার কথা তথ্যমন্ত্রীর বরাত দিয়ে জানিয়েছে রয়টার্স। ওদিকে, বুরকিনা ফাসোর পুলিশ প্রাথমিক খবরে বলেছে, ছয় হামলাকারী এবং নিরাপত্তা বাহিনীর ৭ সদস্য নিহত হয়েছে। আর দুই বেসামরিক নাগরিকসহ ৬ জন আহত হয়েছে। নিরাপত্তাবাহিনী বলছে, সামরিক সদর দফতরে নিহতের সংখ্যা অন্তত ২৮। তবে খবরটি নিশ্চিত হওয়া যায়নি। ওয়াগুদুগুর মেয়র ফ্রান্সের লা মন্ডে পত্রিকাকে বলেছেন, হামলাকারীরা টাউন হলে গুলি ছুড়েছে। এতে তার কার্যালয় ভবনের জানালা ভেঙ্গে গেছে। এটি দৃশ্যত জিহাদী হামলা। তবে এ বিষয়ে বিস্তারিত আর কিছু বলেননি তিনি। -বিবিসি
×