ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামের পরিচ্ছন্নতা নিয়ে বাগযুদ্ধে মন্ত্রী-মেয়র

প্রকাশিত: ০৬:১৮, ৩ মার্চ ২০১৮

চট্টগ্রামের পরিচ্ছন্নতা নিয়ে বাগযুদ্ধে মন্ত্রী-মেয়র

চট্টগ্রাম নগরীর পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম নিয়ে বাগযুদ্ধে জড়িয়েছেন গণপূর্তমন্ত্রী ও সিটি মেয়র। মন্ত্রীর দাবি, বন্দরনগরী এখন আবর্জনার শহর। তবে এটোকে উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্য বলছেন সিটি মেয়র। তার দাবি, শহর এখন অনেক পরিষ্কার। তবে দায়িত্বশীল এই দুই ব্যক্তি বিতর্কে জড়ালেও বাস্তবতা হচ্ছে, এখনো দিনের বেলা অনেক জায়গায় পড়ে থাকছে ময়লা-আবর্জনা। এ নিয়ে বিরক্ত বাসিন্দারা। ২৩ ফে ব্রুয়ারি চট্টগ্রাম নগরীর আবর্জনা নিয়ে এভাবেই নিজের ক্ষোভ জানান গণপূর্তমন্ত্রী। মন্ত্রীর এই বক্তব্য নিয়ে গেল কয়েকদিন ধরে নানা আলোচনা চলছে নগরে। তার এই বক্তব্য খ-ন করে বিবৃতি দিয়েছে সিটি কর্পোরেশন। মেয়রের দাবি, উদ্দেশ্যপ্রণোদিতভাবেই এই বক্তব্য দিয়েছেন মন্ত্রী। তবে মন্ত্রী আর মেয়রের এমন পাল্টাপাল্টির মধ্যে, নগরীর দেওয়ানহাট মোড়, বিআরটিসি, চট্টেশ্বরী রোড, সাব এরিয়াসহ কয়েকটি এলাকা ঘুরে দিনের বেলাতেই মিলেছে ময়লার ভাগাড়। এর মধ্যে সাব এরিয়া নগর ভবন থেকে মাত্র দুশো গজ দূরে। প্রায় একবছর আগে ময়লা সংগ্রহ শুরু করে সিটি কর্পোরেশন। যদিও তার সুফল পুরোপুরি পায়নি নগরবাসী। তবে এরপরও নিজেদের উদ্যোগের কথা বললেন মেয়র। নগরীতে প্রতিদিন ময়লা-আবর্জনা জমে প্রায় ২ হাজার টন। এর মধ্যে বেশিরভাগই গৃহস্থালি। -স্টাফ রিপোর্টার
×