ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মার্শের ব্যাটে অস্ট্রেলিয়ার চ্যালেঞ্জ

প্রকাশিত: ০৫:৪০, ৩ মার্চ ২০১৮

মার্শের ব্যাটে অস্ট্রেলিয়ার চ্যালেঞ্জ

স্পোর্টস রিপোর্টার ॥ টেস্টে মার্শের ব্যাট বললে চট করে শন মার্শের নামটাই সামনে চলে আসবে। না ডারবানে সফরকারী অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং স্কোর এনে দিয়েছেন আসলে অলরাউন্ডার ছোট ভাই মিচেল মার্শ। মাত্র ৪ রানের জন্য সেঞ্চুরির আক্ষেপে পুড়েছেন। তবে প্রথম ইনিংসে অলআউট হওয়ার আগে অস্ট্রেলিয়া যে ৩৫১ রানের সংগ্রহ পেয়েছে তাতে মিচেল মার্শের ৯৬ রানের অবদান অনেক। কারণ গোটা ইনিংসে আর দুটি মাত্র হাফ সেঞ্চুরিই এসেছে, অধিনায়ক স্টিভেন স্মিথের ৫৬, সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নার ৫১। জবাবে দ্বিতীয়দিন টি ব্রেকের সময় ৬০ রানের মধ্যে ৩ উইকেট তুলে নিয়ে স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে ভালই চাপে ফেলেছে অসি বোলাররা। সাজঘরে ফিরে গেছেন ডিন এলগার (৭), এইডেন মার্করাম (৩২) ও হাসিম আমলা (০)। উল্লেখ্য, সফরে চার ম্যাচ সিরিজের প্রথম টেস্ট খেলছে স্মিথের অস্ট্রেলিয়া। ১৭৩ বলে ১৩ চার ও এক ছক্কায় ৯৬ রানের দুর্দান্ত ইনিংসটি সাজিয়েছেন মিচেল মার্শ। সিরিজের প্রথম সেঞ্চুরিয়ানও প্রায় হতে যাচ্ছিলেন তিনি। বাউন্ডারি হাঁকিয়ে তিন অঙ্ক ছুঁতে চেয়েছিলেন। ভারনন ফিল্যান্ডারের লেংথ বল খেলতে চেয়েছিলেন মিড-অন ফিল্ডারের মাথার ওপর দিয়ে। কিন্তু ৬ ফুট ৫ ইঞ্চি লম্বা মরনে মরকেলকে পার করতে পারেননি। খানিকটা লাফিয়ে উঠে দুই হাতে ক্যাচ নেন ক্যারিয়ারের শেষ সিরিজ খেলতে নামা প্রোটিয়া তারকা মরনে মরকেল। মরকেলের জায়গায় ‘বাট্টু’ টেম্বা বাভুমা ফিল্ডিংয়ে থাকলে মার্শ নিশ্চিত টানা দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি পেয়ে যেতেন! নিজের সর্বশেষ ইনিংসে করেছিলেন ১০১, ইংল্যান্ডের বিপক্ষে এ্যাশেজের সিডনি টেস্টে। সেঞ্চুরি না পেলেও মিচেল মার্শের ৯৬ রানই অস্ট্রেলিয়াকে এনে দিয়েছে চ্যালেঞ্জিং সংগ্রহ। টস জিতে ব্যাট করতে নেমে প্রথমদিনে ৫ উইকেটে ২২৫ রান তুলেছিল অস্ট্রেলিয়া। শুক্রবার দ্বিতীয়দিনে বাকি পাঁচ উইকেট হারিয়ে আরও ১২৬ রান যোগ করেছে সফরকারীরা। ষষ্ঠ উইকেটে টিম পেইনের সঙ্গে ৬০, অষ্টম উইকেটে মিচেল স্টার্কের সঙ্গে ৪৯ ও নবম উইকেটে নাথান লেয়নের সঙ্গে ৪১ রানের অত্যন্ত মূল্যবান তিনটি জুটি গড়েন ছোট মার্শ। ২৫ বলে ৩৫ রানের ‘ক্যামিও’ ইনিংস উপহার দিয়েছেন পেসার মিচেল স্টার্ক। স্পিনার মহারাজকে হাঁকিয়েছেন দুটি ছক্কা। তার ইনিংসে চার ছিল ৪টি। লাঞ্চের আগে শেষ বলে মহারাজের ডেলিভারিতেই বোল্ড হন স্টার্ক। মহারাজের বলে একইভাবে আউট হয়েছেন প্যাট কামিন্সও। তবে তার ইনিংসটি ছিল স্টার্কের পুরো বিপরীত। ৩ রান করতে খেলেছেন ৩৮ বল। দিন শুরু করেছিলেন মার্শ ও পেইন। তবে দ্বিতীয় নতুন বল হাতে নিয়েই পেইনকে (২৫) ফেরান কাগিসো রাবাদা। শেষ ব্যাটসম্যান নাথান লেয়নকে আউট করে পাঁচ উইকেট পূর্ণ করেন মহারাজ (৫/১২৩)। ফিল্যান্ডার ৩টি ও রাবাদা নিয়েছেন ২ উইকেট।
×