ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

গার্ডিওলার শততম ম্যাচে বিধ্বস্ত আর্সেনাল

প্রকাশিত: ০৫:৩৮, ৩ মার্চ ২০১৮

গার্ডিওলার শততম ম্যাচে বিধ্বস্ত আর্সেনাল

স্পোর্টস রিপোর্টার ॥ এখনও লীগ কাপের ফাইনালে হারের ক্ষত শুকোয়নি। ওয়েম্বলিতে ম্যানচেস্টার সিটির কাছে ৩-০ গোলে হেরে বিধ্বস্ত হয়েছিল আর্সেনাল। বৃহস্পতিবার রাতে ইংলিশ প্রিমিয়ার লীগের ম্যাচে ওই হারের জ্বালা জুড়ানোর সুযোগ পেয়েছিল আর্সেন ওয়েঙ্গারের দল। কিন্তু প্রতিশোধ দূরে থাক, আবারও ম্যানসিটির কাছে গো-হারা হেরেছে গানার্সরা। এবারও ব্যবধান একই, অর্থাৎ ৩-০। অবিশ্বাস্য এই হার আবার আর্সেনালের ঘরের মাঠ লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে। এটি ছিল ম্যানসিটি কোচ হিসেবে পেপ গার্ডিওলার ১০০তম ম্যাচ। প্রিয় গুরুকে অসাধারণ জয় উপহার দিয়ে তার মাইলফলকে স্মরণীয় করেছেন শিষ্য কোম্পানি, এ্যাগুয়েরো, সেনেরা। সিটিজেনদের ডাগআউটে আসার পর ১০০ ম্যাচের মধ্যে ৬৯টিই জিতেছেন গার্ডিওলা। বার্সিলোনা ও বেয়ার্ন মিউনিখ কোচের দায়িত্ব থাকাকালীন একই ‘সেঞ্চুরি’ করার পথে সিটির চেয়ে বেশি ম্যাচ জিতেছিলেন তিনি। বার্সার হয়ে জিতেছিলেন ৭১ ম্যাচ, বেয়ার্নের হয়ে ৭৭। এই পরিসংখানেই বোঝা যাচ্ছে ইংলিশ ফুটবল কতটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। বাজে এই হারের পর আর্সেনাল চ্যাম্পিয়ন্স লীগের আগামী মৌসুমে জায়গা পাবে কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। ২৮ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে টেবিলের ছয়ে আর্সেন ওয়েঙ্গারের দল। চেলসি তাদের চেয়ে ৮ পয়েন্ট ব্যবধানে এগিয়ে পাঁচে। এ বছর ৭ ম্যাচে হার মানা আর্সেনাল লীগে টানা ১০ ম্যাচে গোল হজম করেছে। ২০০২ সালের পর আসরটিতে এটাই তাদের টানা সর্বোচ্চ সংখ্যক ম্যাচে গোল হজমের নজির। আর্সেনালের এই বাজে ফর্মই জানান দিচ্ছে, ওয়েঙ্গারের চাকরি এখন হুমকির মুখে। ২০ বছর ধরে গানার্সদের চ্যাম্পিয়ন্স লীগে ধরে রাখার গৌরব গত বছরই খসে পড়েছে এই ফরাসী কোচের কপাল থেকে। এবারও যে অবস্থা তাতে ইউরোপ সেরার আসরের বাইরে থাকার সম্ভাবনা বেশি। ৭৫ পয়েন্ট নিয়ে সবার ধরাছোঁয়ার বাইরে সিটি। আর ১০ ম্যাচের মধ্যে মাত্র পাঁচটিতে জিতলেই বা সবমিলিয়ে ১৫ পয়েন্ট পেলেই শিরোপা নিশ্চিত হয়ে যাবে গার্ডিওলার দলের। ম্যাচ শুরুর ৩৩ মিনিটের মধ্যেই গোল তিনটি আদায় করে নেয় ম্যানচেস্টার সিটি। আর্সেনালের বিপক্ষে টানা তৃতীয় এই জয়ে সিটিজেনদের হয়ে গোল করেছেন বার্নার্ড সিলভা, ডেভিড সিলভা ও লেরয় সেন। লীগ কাপের ফাইনালের ফলাফল এবং শূন্যের কোটায় নেমে আসা তাপমাত্রার কারণে স্টেডিয়ামে বিপুল সংখ্যক আসন ছিল ফাঁকা। ম্যাচ শুরুর আগে গোটা মাঠটিও ঢেকে যায় তুষারে। তবে প্রবল তুষারপাতের কারণে ঠা-া আবহাওয়া দর্শকদের রোষানল থেকে বাঁচিয়েছে আর্সেনালকে। কারণ চলতি বছর ১২টি ম্যাচে অংশ নিয়ে ৭টিতেই পরাজিত হয়েছে তারা। ম্যাচের ১৫ মিনিটেই লিড পায় ম্যানচেস্টার সিটি। গোল করে দলকে এগিয়ে দেন বার্নার্ড সিলভা। লেরয় সেনের যোগান থেকে বল পেয়ে বাঁ পায়ের বাঁকানো শটে লক্ষ্য ভেদ করেন তিনি (০-১)। ম্যাচের ২৮ মিনিটে আর্জেন্টাইন সুপার স্টার সার্জিও এ্যাগুয়েরোর যোগান থেকে বল পেয়ে ব্যবধান দ্বিগুণ করেন ডেভিড সিলভা (০-২)। পাঁচ মিনিট পর পাল্টা আক্রমণ থেকে কাইল ওয়াকারের বাড়িয়ে দেয়া বল টোকা দিয়ে জালে জড়িয়ে দেন লেরয় সেন (০-৩)। চলতি মৌসুমে এটি তার ১২তম গোল। খেলা শেষে শততম ম্যাচে জয় পাওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেন সিটি কোচ গার্ডিওলা। তিনি বলেন, আমি খুব খুশি। তবে এটা নিয়ে পুলকিত হওয়ার কিছু নেই। অনেকেভাবে আমরা অনেক ব্যবধানে এগিয়ে আছি। যে কারণে সবসময় আরাম আয়েশে থাকি। কিন্তু আর্সেনালের মতো একটি দলের বিপক্ষে আপনি যদি গভীর মনোযোগী না থাকেন তাহলে কোনভাবেই জয় পাওয়া সম্ভব না। আমরা খেলার প্রতি গভীর মনোযোগ দেয়ার কারণেই প্রিমিয়ার লীগের এই মৌসুমটিকে দারুণ করে তুলতে পেরেছি। হতাশ আর্সেনাল কোচ ওয়েঙ্গার খেলা শেষে বলেন, আপনি সিঁড়ি বেয়ে ওপরে ওঠেন এবং লিফট দিয়ে নিচে নামেন। আমাদের আত্মবিশ্বাসের অবস্থা এখন ওই পর্যায়ে নেমে গেছে। খেলোয়াড়দের প্রমাণ করতে হবে তারা আর্সেনালের মতো একটি ক্লাবের মানের ফুটবলার। অবশ্য এসব ঘটনায় আর্সেনালে ফরাসী এই কোচের ভবিষ্যত হুমকিতে পড়তে যাচ্ছে বলে মনে করেন না তিনি। দীর্ঘ ২২ বছর ধরে ক্লাবের কোচের দায়িত্ব পালনকারী এই ফরাসী বলেন, আমি মনে করি জীবনে কোন কিছুই স্থায়ী নয়।
×