ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বাংলাদেশকে নিচে দেখতে রাজি নন সৌম্য

প্রকাশিত: ০৫:৩৭, ৩ মার্চ ২০১৮

বাংলাদেশকে নিচে দেখতে রাজি নন সৌম্য

স্পোর্টস রিপোর্টার ॥ নিদাহাস ট্রফি শুরু হতে আর কয়েকদিন বাকি। ৬ মার্চ থেকে শ্রীলঙ্কায় শুরু হবে এ টুর্নামেন্ট। তাতে ভারত ও স্বাগতিক শ্রীলঙ্কার সঙ্গে বাংলাদেশও অংশ নেবে। টুর্নামেন্টের খেলাগুলো হবে টি২০ ফরমেটে। ভারত তাতে সেরা। শ্রীলঙ্কাও শক্তিশালী। খেলবে নিজ দেশে। বাংলাদেশ এ ফরমেটে দুর্বল দল। তাই বলে নিজেদের পিছিয়ে রাখতে রাজি নন সৌম্য সরকার। টুর্নামেন্টে খেলতে নামার আগে বাংলাদেশকে নিচে দেখতে রাজি নন সৌম্য। শুক্রবার থেকে দুইদিনের অনুশীলন ক্যাম্প শুরু হয়েছে। নিদাহাস ট্রফির অন্য দুই দলের সঙ্গে বাংলাদেশের পার্থক্য তুলে ধরতে বললেই সৌম্য এ বিষয়ে সাংবাদিকদের জানান, ‘আমরা যদি আমাদের অবস্থান নিচে দেখি, তাহলে আগেই আমরা পিছিয়ে পড়ব। ওই রকম তো সুযোগ নেই। আমি মনে করি, যারা ভাল খেলবে তারাই জিতবে। ওই সময় যদি ভাল খেলতে পারি তাহলে জিতব। কে কোথায় আছি, সেটা আগেই চিন্তা করলে আমরা পিছিয়ে পড়ব। সেটা চিন্তা না করে কিভাবে নিজেদের কাজটা ভাল করতে পারি, সেটা নিয়েই চিন্তা করছি।’ গত বছর শ্রীলঙ্কায় দুর্দান্ত খেলেছে বাংলাদেশ। টেস্ট, ওয়ানডে ও টি২০; কোন সিরিজেই হারেনি। একটি করে ম্যাচ প্রতিটি সিরিজে জিতে সিরিজ ড্র করেছে। টি২০তেও জিতেছে। এক বছর পর আবার শ্রীলঙ্কায় যাচ্ছে বাংলাদেশ। এবার শ্রীলঙ্কার সঙ্গে আছে ভারতও। এবার খেলা হবে টুর্নামেন্ট আকাড়ে, তিনজাতি সিরিজ। সৌম্য এ সিরিজ নিয়ে কী ভাবছেন? তিনি জানান, ‘আগে শুধু শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে গিয়েছিলাম। আর এখন একটা ফরমেটে খেলা হলেও প্রতিপক্ষ দুইটা। প্ল্যান আলাদা থাকবে তাই। খেলার ধরনও আলাদা থাকবে। অন্য দেশের মাটিতে ত্রিদেশীয় সিরিজ খেলা কঠিন হবে। আমাদের অনুশীলন যতো ভাল করতে পারব, ওখানে গিয়ে আমাদের সফলতার সম্ভাবনা তত বেশি হবে।’ সাকিব আল হাসানের খেলা নিয়ে আছে অনিশ্চয়তা। এক দুটি ম্যাচ না খেলতে পারেন। এমনকি ট্রফিতেই সাকিবের খেলা নাও হতে পারে। তার অনুপস্থিতি ব্যাটসম্যানের ওপর চাপ তৈরি করে। মূল বোলার তিনি। তাতে সমস্যা হওয়ারই কথা। সৌম্য মনে করছেন, ‘টি২০ ছোট ফরমেট তো, সুতরাং একজন বোলারের ওপর নির্ভর করা যাবে না। দুইটা পার্ট যদি ভাল হয়, তাহলে তো খুবই ভাল। সাকিব ভাইয়ের অবস্থা জানি না। উনি থাকলে দলের আলাদা একটা শক্তি থাকবে। তিন সাইডেই তিনি থাকলে ভাল হয়। ওইটা চিন্তা না করে আমরা বাকি যারা আছি তারা ভাল কিছু করতে পারলে ভাল হবে।’ টি২০তে এখন দুই শ’ রান বা তারবেশি রানও হচ্ছে। বাংলাদেশ কী তা করতে পারবে? সৌম্য মনে করছেন সম্ভব, ‘তা তো অবশ্যই। শ্রীলঙ্কার বিপক্ষে সম্প্রতি আমরা ১৯০ করছি। শেষের দিকে ভাল না করার পরও এই রান হয়েছিল। আমরা যদি শুরু থেকে কিছু রান করতে পারি এবং মাঝখানেও রান আসে; এছাড়া বিগহিটাররা যদি বড় কিছু ইনিংস খেলে ফেলতে পারে, তাহলে আশাকরি ২০০’র বেশি রান করতে পারব। এখন এটা প্রথম ইনিংসে হোক বা দ্বিতীয় ইনিংসে হোক।’ টি২০ ফরমেটে রানই যেন মুখ্য। রান যত বেশি হবে। জেতার সম্ভাবনা যেন তত বেশি হয়ে যায়। শুরুর দিকে তাই মেরে খেলার চাপ থাকে। সৌম্য তা মনে করছেন না, ‘মারতেই হবে, এমন কোন তাড়া কারও ভিতরে থাকে বলে মনে হয় না। টি২০ খেলাটাই রানের খেলা। সবাই চায় রান করার জন্য। যেদিন সফলতা আসে, সবাই মনে করে খুব ভাল, উইকেট ভাল ছিল। যেদিন সফলতা আসে না, সেদিন সবাই নেতিবাচক ব্যাপারটাই ধরি। এটা না করে সফলতার ব্যাপারটা সামনে রেখে যদি আমরা এগোতে পারি, সেটা অনুপ্রাণিত করে।’ বাংলাদেশের শেষের দিকে সবসময়ই দুর্বলতা আছে। শুরুতে ও মাঝে রান আসলেও শেষে গিয়ে রান কম হয়। তাতে স্কোর যতটা বড় হওয়ার কথা, তা আর হয়ে ওঠে না। সৌম্য এ জায়গাটাতে গুরুত্ব দিয়েছেন, ‘একটা রান সবসময়ের জন্য গুরুত্বপূর্ণ; যেভাবেই আসুক। অনেক সময় আসে বল মারার মতো থাকে, কিন্তু টাইমিং হয় না। কখনও হয়। সবাই চেষ্টা করে। শেষের দিকে রান এলে ড্রেসিং রুম উত্তেজনার মধ্যে থাকে। শেষের দিকে রান এলে তা প্রয়োজনীয় রান বলে কাউন্ট করে।’ সেই সঙ্গে সববিভাগেই ভাল করার তাগিদ অনুভব করছেন সৌম্য, ‘একটা সাইট দিয়ে, আমার কাছে মনে হয় না ম্যাচ জেতা বা ভাল কিছু করা সম্ভব। কখনও কখনও হয়তো হয়। তবে সেটা ৯৯ শতাংশই হবে না, এক শতাংশ হয়তো হবে। আমার মনে হয় সব বিভাগে ভাল করলেই জেতা সম্ভব। সেটা শুধু ব্যাটিং-বোলিং নয়; ফিল্ডিংও আছে।’ শ্রীলঙ্কার বিপক্ষে টি২০ সিরিজে সৌম্য ভাল ব্যাটিং করেছেন। প্রথম ম্যাচে ৫১ রান করেছেন। নিজের সেরা ফর্মে ফিরেছেন যেন সৌম্য। এ ধারাবাহিকতা কী নিদাহাস ট্রফিতেও থাকবে? সৌম্য নিশ্চয়তা দেন, ‘অবশ্যই। মাঠে খেলতে নামি, চেষ্টা থাকে ভাল করার, রান করার। ভাল খারাপ তো থাকেই। ওখানে চারটা ম্যাচে আছে প্রথমে। একটা একটা শুরু করব। একটা একটা ম্যাচে ভাল করতে চেষ্টা করব। শুরু থেকেই নিজেকে প্রমাণ করার চেষ্টা করব।’ ব্যাটিংয়ের সঙ্গে বোলিং অনুশীলনটাও এখন নিয়মিত করছেন সৌম্য। তাহলে কী শ্রীলঙ্কায় পুরোদস্তুর বোলার সৌম্যকেই দেখা যাবে? সৌম্য জানান, ‘যেহেতু বল করি, সুযোগ আসবে; শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে বোলিংয়ের সুযোগ পাইনি। তবে দ্বিতীয় ম্যাচে সুযোগ পেয়েছিলাম। যখনই সুযোগ আসে, বল করে দলকে সমর্থন দেয়ার চেষ্টা করব। টি২০’র জন্য কিছু কাজ নতুনভাবে করতেছি। অধিনায়ক বা কোচ যদি প্রয়োজনে আমার বোলিং প্রয়োজন মনে করে তাহলে নিজেকে উজাড় করে দেয়ার চেষ্টা করব।’ সৌম্য টেস্ট ও ওয়ানডে দল থেকে বাদ পড়েছেন। শুধু আছেন টি২০ দলে। নিদাহাস ট্রফিতে ভাল করে কী টেস্ট ও ওয়ানডেতে ফেরার ভাবনা আছে? সৌম্য আশা করছেন। তবে, ‘এখনও এটা চিন্তা করিনি। যেহেতু টি২০ সিরিজ খেলতে যাচ্ছি। এই দলে আছি। এটা নিয়েই চিন্তা করছি। এখানে পারফর্ম করলে যদি তাদের মনে হয়, এই পারফর্ম দিয়ে অন্য দলে ফেরা যাবে। সেটা আমার জন্য ভাল।’
×