ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

উত্তরা ইউনিভার্সিটির আয়োজনে ফ্যাশন শো ২০১৮

প্রকাশিত: ০৭:১২, ২ মার্চ ২০১৮

উত্তরা ইউনিভার্সিটির আয়োজনে ফ্যাশন শো ২০১৮

ঝলমলে আলো আর অংশগ্রহণকারীদের মনমাতানো সাজে মুখরিত ছিল সেদিন উত্তরা ক্লাবের ফ্যামিলি লাউঞ্জ। উত্তরা ইউনিভার্সিটির ফ্যাশন ডিজাইন এ্যান্ড টেকনোলজি ডিপার্টমেন্টের আয়োজনে অনুষ্ঠিত হলো ‘ফ্যাশন শো ২০১৮’। ‘উত্তরা ইউনিভার্সিটি ফ্যাশন ডিজাইন ডিপার্টমেন্ট প্রতিষ্ঠার মধ্য দিয়ে গার্মেন্টস সেক্টরে দক্ষ জনবল তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ফ্যাশন মানে স্বাচ্ছন্দ্য পরিধান, প্রতি মুহূর্তে পরিবর্তন, পোশাক পরিচ্ছদ পরিধানের মাধ্যমে দেশীয় সংস্কৃতিকে ধারণ করা। একজন ডিজাইনারকে অবশ্যই উদ্ভাবক এবং শিল্পী হতে হবে। আমি এ ধরনের সৃষ্টিশীল একটি ফ্যাশন শো আয়োজনের জন্য উত্তরা ইউনিভার্সিটি কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি’ প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এসব কথা বলেন। ফ্যাশন শোর আহ্বায়ক নাবিদ আজিজ তার বক্তব্যে বলেন, আমি বিশ্বাস করি যে ফ্যাশন একটি সর্বজনীন ভাষা যা আমাদের পরিচয় প্রকাশ করে। বর্তমান বাংলাদেশে ফ্যাশন প্রবণতা খুবই গতিশীল এবং ক্রমাগত পরিবর্তনশীল। আমাদের দৃষ্টিভঙ্গিকে নির্দিষ্ট গ-ির মধ্য থেকে প্রসারিত করা এবং গার্মেন্টস সেক্টরে দক্ষ জনশক্তি সৃষ্টির লক্ষ্যে এই ফ্যাশন শো ২০১৮ এর আয়োজন করেছি এবং আমরা গার্মেন্টস সেক্টরকে দক্ষ ও শিক্ষিত জনগোষ্ঠী প্রদানের প্রত্যয় নিয়ে ফ্যাশন ডিজাইন এ্যান্ড টেকনোলজি ডিপার্টমেন্ট পরিচালিত করছি। সমাপনী বক্তব্যে উত্তরা ইউনিভার্সিটির উপ-উপাচার্য প্রফেসর ড. ইয়াছমীন আরা লেখা বলেন, ‘ফ্যাশন শো ২০১৮তে উপস্থিত সকলকে ধন্যবাদ আমরা উত্তরা ইউনিভার্সিটির ফ্যাশন ডিজাইন ও প্রযুক্তি বিভাগ আয়োজিত ‘ফ্যাশন শো ২০১৮’তে একত্রিত হতে পেরে অত্যন্ত আনন্দিত। আমি এ অনুষ্ঠানের একটি অংশ হতে গর্ব অনুভব করছি। গার্মেন্টস সেক্টরের দিক থেকে সমগ্র পৃথিবীর মধ্যে বাংলাদেশ দ্বিতীয় বৃহত্তম রাজস্ব আয়ের দেশ। ২০১৬-১৭ অর্থবছরে গার্মেন্টস সেক্টর থেকে ২৮.১৪ বিলিয়ন মার্কিন ডলার আয় করেছে বাংলাদেশ, যা মোট রফতানি আয় এর ৮০.৭% এবং জিডিপির ১২.৩৬%। গার্মেন্টস সেক্টর উন্নয়ন এবং সমগ্র বাংলাদেশের উন্নয়নের প্রতি আমাদের দায়িত্বকে উপেক্ষা করতে পারি না। তাই আমি বাংলাদেশের সামগ্রিক উন্নয়নের কথা চিন্তা করে উত্তরা ইউনিভার্সিটিতে ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি ডিপার্টমেন্ট প্রতিষ্ঠা করেছি এবং ফ্যাশন ডিজাইন এ্যান্ড টেকনোলজি ডিপার্টমেন্টের আয়োজনে প্রতি বছরই আমরা এ ধরনের ফ্যাশন শো এর আয়োজন করে থাকি। ‘ফ্যাশন শো ২০১৮’তে উত্তরা ইউনিভার্সিটির ফ্যাশন ডিজাইন এ্যান্ড টেকনোলজি ডিপার্টমেন্টের মোঃ মামুনুর রশিদ, জাহারা জাওয়াদ, শায়লা আক্তার নোভা, রোকশানা আক্তার লিনা, অনামিকা দাশ অনন্যা, মারিয়াম আক্তার সোমা এবং রতœার ডিজাইন করা পোশাকসমূহের মোট ১১টি কিউর প্রদশর্নী দেখানো হয়। অনুষ্ঠানের কোরিওগ্রাফি করেন উত্তরা ইউনিভার্সিটির ফ্যাশন ডিজাইন এ্যান্ড টেকনোলজি ডিপার্টমেন্টের এ্যাসিস্ট্যান্ট প্রফেসর নোরীন ওয়াদুদ। র‌্যাম্পে অংশগ্রহণ করেন উত্তরা ইউনিভার্সিটির ফ্যাশন ডিজাইন এ্যান্ড টেকনোলজি ডিপার্টমেন্টের খাদিজা আখতার মৌ, সানজিদা রহমান শিমু, নিশাত আরা শশি, অহনা, সুসমি, তাহমিনা, আশা আখতার আনা, নিশাত ইয়াছমিন খান, আদিবা আখতার দোলা, আফসানা খান তুরা, ফাহমিদা ইসলাম, সাঞ্জিদা মজিদ সাঞ্জনা, নুরুন নাহার পপি, সরিফুন নাহার , শরমিন আফরিন নদী, মৌসুমী আখতার রিতা, রুম্পা, সজিব, মোঃ রফিকুল ইসলাম, আর্কো, আরিফা, মিতু উম্মে হাবিবা, মোহনা, আলো, বীথি, তাকওয়া হুসাইন, মাহাম জাওয়াদ, নোভা, তারেক ও রাহুল। ‘ফ্যাশন শো ২০১৮’তে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশের বিভিন্ন গার্মেন্টস হাউজের চেয়ারম্যানগণ, সিউও, ডিরেক্টররাসহ উত্তরা ইউনিভার্সিটি ফ্যাশন ডিজাইন এ্যান্ড টেকনোলজি ডিপার্টমেন্টের চেয়ারম্যান ফারুখ মাসুদ উত্তরা ইউনিভার্সিটি রেজিস্টার কাজী মহিউদ্দিনসহ সব বিভাগীয় ডিনরা ও উচ্চপদস্থ কর্মকর্তা ও বিভাগীয় ছাত্রছাত্রীরা। ফ্যাশন প্রতিবেদক
×